Ajker Patrika

বিদেশে পড়তে ইচ্ছুক বিয়ানীবাজারের হাজারো শিক্ষার্থীর যাত্রা অনিশ্চিত

প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২১, ১৪: ১২
বিদেশে পড়তে ইচ্ছুক বিয়ানীবাজারের হাজারো শিক্ষার্থীর যাত্রা অনিশ্চিত

বিয়ানীবাজার (সিলেট) : দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বেড়েছে। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের নাম রেড লিস্টে রেখেছে। উচ্চশিক্ষায় গমনেচ্ছু সিলেটের বিয়ানীবাজারের শিক্ষার্থীরা এ নিয়ে পড়েছেন বিপাকে। এসব শিক্ষার্থীর বিদেশে পড়তে যাওয়া এখন অনেকটা অনিশ্চিত।

জানা গেছে, অনেক শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে অপেক্ষায় রয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। এ অবস্থায় এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যাওয়া হবে কি–না, সেটি অনেকটা অনিশ্চিত। আবার আইইএলটিএস কোর্স করেও অনেকে পরীক্ষা দিতে পারছেন না, তাঁদের মধ্যেও ভর করছে হতাশা।

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। সেই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতাও বেড়েছে। বহু শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আবেদনের জন্য অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা প্রত্যাশী রাফিদ খান বলেন, অর্ধলক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে আবেদন করে রেখেছেন। তাঁদের যাত্রা প্রায় অনিশ্চিত। বিশেষ করে এস্তোনিয়ায় আবেদন করতে গেলে ভারতের দূতাবাসে যেতে হয়। এখন তো সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

অপর শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আইইএলটিএস পরীক্ষার জন্য কঠিন প্রস্তুতি নিতে হয়। দৈনিক ১৬–১৭ ঘণ্টা পড়ালেখা করতে হয়। এখন প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা না হওয়ায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। কবে নাগাদ এ পরিস্থিতির উত্তরণ ঘটবে তাও জানা নেই। দূতাবাস ও ভিসা আবেদন সেন্টার খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতেও একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরা।

কেয়ার ইন্টারন্যাশনাল কনসালট্যান্সি ফার্মের পরিচালক আজাদ আলম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গত এপ্রিল থেকে নতুন করে ‘লকডাউন’ দিয়েছে। ওই সময় থেকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আইইএলটিএস পরীক্ষা নেওয়াও বন্ধ করে দিয়েছে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী বিড়ম্বনায় পড়েছেন। এ কারণে অনেকে তাঁদের কাঙ্ক্ষিত দেশে যেতে পারছেন না বা অনেকে সেশনে ভর্তি হতে পারছেন না বলেও জানিয়েছেন। আমাদের শতাধিক ফাইল আটকে আছে অফিসে। ভিসা সেন্টার খুলছে না, তাই জমা দিতে পারছি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত