প্রতিনিধি
বিয়ানীবাজার (সিলেট) : দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বেড়েছে। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের নাম রেড লিস্টে রেখেছে। উচ্চশিক্ষায় গমনেচ্ছু সিলেটের বিয়ানীবাজারের শিক্ষার্থীরা এ নিয়ে পড়েছেন বিপাকে। এসব শিক্ষার্থীর বিদেশে পড়তে যাওয়া এখন অনেকটা অনিশ্চিত।
জানা গেছে, অনেক শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে অপেক্ষায় রয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। এ অবস্থায় এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যাওয়া হবে কি–না, সেটি অনেকটা অনিশ্চিত। আবার আইইএলটিএস কোর্স করেও অনেকে পরীক্ষা দিতে পারছেন না, তাঁদের মধ্যেও ভর করছে হতাশা।
প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। সেই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতাও বেড়েছে। বহু শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আবেদনের জন্য অপেক্ষায় রয়েছেন।
যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা প্রত্যাশী রাফিদ খান বলেন, অর্ধলক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে আবেদন করে রেখেছেন। তাঁদের যাত্রা প্রায় অনিশ্চিত। বিশেষ করে এস্তোনিয়ায় আবেদন করতে গেলে ভারতের দূতাবাসে যেতে হয়। এখন তো সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
অপর শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আইইএলটিএস পরীক্ষার জন্য কঠিন প্রস্তুতি নিতে হয়। দৈনিক ১৬–১৭ ঘণ্টা পড়ালেখা করতে হয়। এখন প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা না হওয়ায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। কবে নাগাদ এ পরিস্থিতির উত্তরণ ঘটবে তাও জানা নেই। দূতাবাস ও ভিসা আবেদন সেন্টার খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতেও একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরা।
কেয়ার ইন্টারন্যাশনাল কনসালট্যান্সি ফার্মের পরিচালক আজাদ আলম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গত এপ্রিল থেকে নতুন করে ‘লকডাউন’ দিয়েছে। ওই সময় থেকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আইইএলটিএস পরীক্ষা নেওয়াও বন্ধ করে দিয়েছে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী বিড়ম্বনায় পড়েছেন। এ কারণে অনেকে তাঁদের কাঙ্ক্ষিত দেশে যেতে পারছেন না বা অনেকে সেশনে ভর্তি হতে পারছেন না বলেও জানিয়েছেন। আমাদের শতাধিক ফাইল আটকে আছে অফিসে। ভিসা সেন্টার খুলছে না, তাই জমা দিতে পারছি না।
বিয়ানীবাজার (সিলেট) : দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বেড়েছে। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের নাম রেড লিস্টে রেখেছে। উচ্চশিক্ষায় গমনেচ্ছু সিলেটের বিয়ানীবাজারের শিক্ষার্থীরা এ নিয়ে পড়েছেন বিপাকে। এসব শিক্ষার্থীর বিদেশে পড়তে যাওয়া এখন অনেকটা অনিশ্চিত।
জানা গেছে, অনেক শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে অপেক্ষায় রয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। এ অবস্থায় এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যাওয়া হবে কি–না, সেটি অনেকটা অনিশ্চিত। আবার আইইএলটিএস কোর্স করেও অনেকে পরীক্ষা দিতে পারছেন না, তাঁদের মধ্যেও ভর করছে হতাশা।
প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। সেই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতাও বেড়েছে। বহু শিক্ষার্থী আইইএলটিএস কোর্স সম্পন্ন করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আবেদনের জন্য অপেক্ষায় রয়েছেন।
যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা প্রত্যাশী রাফিদ খান বলেন, অর্ধলক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে আবেদন করে রেখেছেন। তাঁদের যাত্রা প্রায় অনিশ্চিত। বিশেষ করে এস্তোনিয়ায় আবেদন করতে গেলে ভারতের দূতাবাসে যেতে হয়। এখন তো সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
অপর শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আইইএলটিএস পরীক্ষার জন্য কঠিন প্রস্তুতি নিতে হয়। দৈনিক ১৬–১৭ ঘণ্টা পড়ালেখা করতে হয়। এখন প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা না হওয়ায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। কবে নাগাদ এ পরিস্থিতির উত্তরণ ঘটবে তাও জানা নেই। দূতাবাস ও ভিসা আবেদন সেন্টার খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতেও একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরা।
কেয়ার ইন্টারন্যাশনাল কনসালট্যান্সি ফার্মের পরিচালক আজাদ আলম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গত এপ্রিল থেকে নতুন করে ‘লকডাউন’ দিয়েছে। ওই সময় থেকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আইইএলটিএস পরীক্ষা নেওয়াও বন্ধ করে দিয়েছে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী বিড়ম্বনায় পড়েছেন। এ কারণে অনেকে তাঁদের কাঙ্ক্ষিত দেশে যেতে পারছেন না বা অনেকে সেশনে ভর্তি হতে পারছেন না বলেও জানিয়েছেন। আমাদের শতাধিক ফাইল আটকে আছে অফিসে। ভিসা সেন্টার খুলছে না, তাই জমা দিতে পারছি না।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৭ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে