জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শুকনো মৌসুম কিংবা বর্ষা মৌসুমে ইট বসানো সড়কের প্রায় ৪০০ মিটার অংশজুড়ে সারা বছরই কাদা লেগে থাকে। ওই সড়কটি বর্ষা মৌসুমে আরও ভয়াবহ আকার ধারণ করায় জনদুর্ভোগ বেড়ে যায়। অবশেষে বাজারের ব্যবসায়ীদের টাকায় সড়কের কাদা সরানো হয়েছে।
গত দুই দিন কাজ করে আজ মঙ্গলবার সড়কটি পরিষ্কার করা হয়। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজারের ফেরিঘাট থেকে ইসলামপুর পয়েন্ট পর্যন্ত বেহাল সড়ক থেকে মুক্তি পেল এলাকাবাসীরা। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী কালাম উদ্দিন, সাজু মিয়া, আব্দুস সামাদ, গোলাম সারোয়ার, সুমন হোসাইনসহ ব্যবসায়ীদের উদ্যোগে পূর্ব গলির ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তুলে কাদা সরানোর কাজ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বারবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়ক থেকে কাদা সরানো ও সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। ইউনিয়ন পরিষদ থেকে বারবার কাজ করানোর আশ্বাস দিয়েও না হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এ ছাড়া ঢাকা-জগন্নাথপুর-সুনামগঞ্জের বাস চলাচলে সড়কটির আরও বেহাল হয়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা বলেন, এ সড়কটি শুধু বাজারের নয়। এটি রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ যাতায়াতকারী শিক্ষার্থীদের একমাত্র সড়ক।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি একবার ওই সড়ক সংস্কারের কাজ করেছি। ব্যবসায়ীদের উদ্যোগে কাদামুক্ত করা হয়েছে। যা প্রশংসনীয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের ওই অংশের কাজের জন্য একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে তা বাস্তবায়িত হবে।
শুকনো মৌসুম কিংবা বর্ষা মৌসুমে ইট বসানো সড়কের প্রায় ৪০০ মিটার অংশজুড়ে সারা বছরই কাদা লেগে থাকে। ওই সড়কটি বর্ষা মৌসুমে আরও ভয়াবহ আকার ধারণ করায় জনদুর্ভোগ বেড়ে যায়। অবশেষে বাজারের ব্যবসায়ীদের টাকায় সড়কের কাদা সরানো হয়েছে।
গত দুই দিন কাজ করে আজ মঙ্গলবার সড়কটি পরিষ্কার করা হয়। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজারের ফেরিঘাট থেকে ইসলামপুর পয়েন্ট পর্যন্ত বেহাল সড়ক থেকে মুক্তি পেল এলাকাবাসীরা। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী কালাম উদ্দিন, সাজু মিয়া, আব্দুস সামাদ, গোলাম সারোয়ার, সুমন হোসাইনসহ ব্যবসায়ীদের উদ্যোগে পূর্ব গলির ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তুলে কাদা সরানোর কাজ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বারবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়ক থেকে কাদা সরানো ও সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। ইউনিয়ন পরিষদ থেকে বারবার কাজ করানোর আশ্বাস দিয়েও না হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এ ছাড়া ঢাকা-জগন্নাথপুর-সুনামগঞ্জের বাস চলাচলে সড়কটির আরও বেহাল হয়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা বলেন, এ সড়কটি শুধু বাজারের নয়। এটি রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ যাতায়াতকারী শিক্ষার্থীদের একমাত্র সড়ক।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি একবার ওই সড়ক সংস্কারের কাজ করেছি। ব্যবসায়ীদের উদ্যোগে কাদামুক্ত করা হয়েছে। যা প্রশংসনীয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের ওই অংশের কাজের জন্য একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে তা বাস্তবায়িত হবে।
৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
৬ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় বাসচাপায় মাদারীপুরের একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন এলাকাবাসী।
৯ মিনিট আগেরাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।
১৫ মিনিট আগে