Ajker Patrika

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ৩৮
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সিলেট তামাবিল মহাসড়কের পানিছড়া গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম আজিম (১৯)। তিনি শাহপরান থানার পিরের বাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আরেকজন নিহত ও আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী সুহেল আহমদ ও জাহিদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকার সিলেট গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর একজন আরোহী গুরুতর আহত হন। ঘটনার পর পর স্থানীয় জনতা এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, স্থানীয় লোকজন আহত-নিহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটে পাঠান। ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত