Ajker Patrika

সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই দলটিকে দ্বিতীয় দফায়ও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল (২১ জুলাই) শুক্রবার সমাবেশ করতে দলটির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। 

এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, জামায়াতের সমাবেশ থেকে নাশকতা হবে। তাই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া মাঠে নামলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে অনুমতি না পেয়ে নগরের রেজিস্টারি মাঠে জনসভা বিষয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে দেশ জাতির উদ্দেশ্যে জনসভা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এতে সংশ্লিষ্ট সাংবাদিকদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে প্রথমে ১০ দফা দাবিতে গত ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশ করার আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি। এরপর ১৬ জুলাই একই দাবিতে ফের সমাবেশের আবেদন করেও ব্যর্থ হয় দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত