Ajker Patrika

সিলেটে ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫: ৪৪
গ্রেপ্তার ময়নাহাটির ইমরান ও আব্দুল্লাহ আল মামুন। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার ময়নাহাটির ইমরান ও আব্দুল্লাহ আল মামুন। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সিলেটের শাহপরান (রহ.) থানার পীরের বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সিলেট মহানগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জৈন্তাপুরের ময়নাহাটির ইমরান (২৪) ও পূর্ব লক্ষ্মীপ্রসাদের আব্দুল্লাহ আল মামুন (২৫)। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ও কম্বল বহনকারী গাড়িচালক একই উপজেলার ছামাদের (৩২) যোগসাজশে ভারতীয় মালামাল অবৈধভাবে দেশে এনে ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান (রহ.) থানার বটেশ্বর থেকে পীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপ গাড়িকে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। পিকআপটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ জব্দ করে। পরে পিকআপ তল্লাশি করে ১৯টি ভারতীয় কম্বল পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কম্বলগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত