সিলেট প্রতিনিধি
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় এ আগুন লাগে। এতে বেশ কিছু গাছপালা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে ছাত্রাবাসের এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ইফতারের সময় হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান টিলায় আগুন লেগেছে। তখন তাঁরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেখানে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই টিলায় বিভিন্ন সময় কিছু লোক বসে সিগারেট খান। তাঁদের ফেলে দেওয়া সিগারেটের শেষ অংশ থেকে এই আগুন লাগতে পারে। আবার এটি পরিকল্পিতও হতে পারে। কেননা বেশ জায়গাজুড়ে এই আগুন লাগে। তাঁরা অবিলম্বে টিলাসহ ছাত্রাবাসের সীমানা দেয়াল অথবা কাঁটাতার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় এ আগুন লাগে। এতে বেশ কিছু গাছপালা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে ছাত্রাবাসের এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ইফতারের সময় হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান টিলায় আগুন লেগেছে। তখন তাঁরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেখানে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই টিলায় বিভিন্ন সময় কিছু লোক বসে সিগারেট খান। তাঁদের ফেলে দেওয়া সিগারেটের শেষ অংশ থেকে এই আগুন লাগতে পারে। আবার এটি পরিকল্পিতও হতে পারে। কেননা বেশ জায়গাজুড়ে এই আগুন লাগে। তাঁরা অবিলম্বে টিলাসহ ছাত্রাবাসের সীমানা দেয়াল অথবা কাঁটাতার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে