Ajker Patrika

কলাপাড়ায় ৩ ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় ৩ ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ার ৩ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। 

তাঁদের মধ্যে উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হ‌ুমায়ূন কবির কেরামত হাওলাদার এবং নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বালুল মিয়াকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করা হয়। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী বলেন, এ উপজেলায় তিনটি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপে কলাপাড়ার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চেয়ারম্যান এবং সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। 

উল্লেখ্য, এর আগে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে উপজেলার তিনটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দরা এসব প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে দলীয় সভানেত্রীর নির্দেশক্রমে গতকাল দুপুরে কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত