Ajker Patrika

হবিগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৩: ১৩
হবিগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন বানিয়াচং সদরের তাতারি মহল্লার আক্কেল আলীর ছেলে মোহাম্মদ হুসাইন (১২), জাতুকর্ণ পাড়ার আব্দুর রহমানের মেয়ে ঝুমা (১২) ও পুকড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছু মিয়ার ছেলে আলমগীর মিয়া। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে হুসাইন আলী হাওরে ঘাস ও আলমগীর মিয়া ধান কাটছিলেন এবং ঝুমা বেগম বাড়ির পেঁপেগাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে বজ্রপাতে মারা যান। 

পিআইও জানান, তাদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। বরাদ্দ হলেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত