সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা খোলেনি কোনো শিক্ষকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় শিক্ষার্থীদের বসে থাকতে দেখা যায়। আসেননি দপ্তরও। এ সময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামের এক সাংবাদিক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়।
লাইভে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। লাইভে এসে শিক্ষার্থীরা জানায়, ‘শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকেরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকেরা) কেউই আসেননি দুপুর পর্যন্ত।’
এ বিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, ‘পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একীভূত ট্রেনিংয়ে আছি আমি। গতকাল আমার ট্রেনিংয়ের বিষয়টি বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে জানিয়েছি। পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিনজনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায় না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ প্রায় সময়ই পাই।’
সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার বলেন, ‘আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি।’
এ বিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে কয়েকজন সাংবাদিক কল দিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এবং তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারে কাছে পেলে সাংবাদিককে মারধরের হুমকি দেন।
এ সময় গালি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে জানালে তিনি সবাইকে জুতো পেটা করবেন বলে হুমকিও দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, ‘হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাঁদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই, যেহেতু তারা এটি করেছেন শাস্তির মুখোমুখি হবেন এবং আপনারা যে শিক্ষকের গালির রেকর্ডিং দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি আমি নিব।’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা খোলেনি কোনো শিক্ষকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় শিক্ষার্থীদের বসে থাকতে দেখা যায়। আসেননি দপ্তরও। এ সময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামের এক সাংবাদিক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়।
লাইভে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। লাইভে এসে শিক্ষার্থীরা জানায়, ‘শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকেরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকেরা) কেউই আসেননি দুপুর পর্যন্ত।’
এ বিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, ‘পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একীভূত ট্রেনিংয়ে আছি আমি। গতকাল আমার ট্রেনিংয়ের বিষয়টি বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে জানিয়েছি। পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিনজনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায় না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ প্রায় সময়ই পাই।’
সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার বলেন, ‘আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি।’
এ বিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে কয়েকজন সাংবাদিক কল দিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এবং তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারে কাছে পেলে সাংবাদিককে মারধরের হুমকি দেন।
এ সময় গালি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে জানালে তিনি সবাইকে জুতো পেটা করবেন বলে হুমকিও দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, ‘হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাঁদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই, যেহেতু তারা এটি করেছেন শাস্তির মুখোমুখি হবেন এবং আপনারা যে শিক্ষকের গালির রেকর্ডিং দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি আমি নিব।’
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৯ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে