নিজস্ব প্রতিবেদক, সিলেট
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কর্মবিরতি শুরুর পর বেলা আড়াইটা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।
ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিকেরা জানান, আজ বিকেলে সিলেট জেলার পাথর-সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহনশ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের কথা আছে রয়েছে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করার কথা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘শনিবার সরকারি ছুটি ও রোববার আশুরার ছুটি আছে। এর মধ্যে পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি এবং ধর্মীয় দিবসের দিনে এমন কর্মসূচি যৌক্তিক নয়।’
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আজ বিকেল ৪টায় আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সব কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর-সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীকালে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’ সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেটবিদ্বেষী আচরণ করায় আমরা তাঁরও অপসারণ দাবি করেছি। আমাদের পাঁচ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়ব না। আশা করছি, বিভাগীয় কমিশনার এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবেন। তবে এখনো কোনো পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয়নি।’
পণ্য পরিবহন ধর্মঘটে কোনো প্রভাব পড়ছে কি না জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বিকেল ৪টায় বলেন, ‘এখন পর্যন্ত কোনো নাগরিক বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের কেউ জানায়নি যে তাদের পণ্য পরিবহনের সমস্যা হচ্ছে। নাগরিক বা ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ব্যাঘাত ঘটলে এবং সেটি আমাদের জানানো হলে তখন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, ‘দাবিগুলোয় বিষয়ে তারা আমাকে সেভাবে জানায়নি এবং আবেদনও করেনি। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা দেখব। দাবির বিষয়গুলো যে দুজন উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তাঁরাও জানেন। মূলত পাথর কোয়ারির বিষয়, সেটাও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত পাথর কোয়ারি লিজ দেওয়ার অ্যাগেইনস্টে। এখানে তাদের ধর্মঘটের বিষয়টা এটা, আমি জানি না এটার সঙ্গে সবাই সংশ্লিষ্ট কি না, আর কতটুকু চলছে। এটা আমরা দেখব, জাজ করব। এটা জেলা প্রশাসক আছে এবং আমাদের প্রশাসন এটা বিবেচনা করবে। জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি তারা করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা বিষয়টা দেখি এবং সবকিছু বিবেচনা করে পদক্ষেপ নেব।’
এর আগে ২ জুলাই (বুধবার) নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবি জানান তিনি। ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ডিসিকে ‘সিলেটবিদ্বেষী, অদক্ষ ও ব্যর্থ’ দাবি করে আন্দোলন শুরু করেন। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা’ ছিলেন বলেও দাবি করেন আরিফুল হক।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কর্মবিরতি শুরুর পর বেলা আড়াইটা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।
ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিকেরা জানান, আজ বিকেলে সিলেট জেলার পাথর-সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহনশ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের কথা আছে রয়েছে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করার কথা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘শনিবার সরকারি ছুটি ও রোববার আশুরার ছুটি আছে। এর মধ্যে পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি এবং ধর্মীয় দিবসের দিনে এমন কর্মসূচি যৌক্তিক নয়।’
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আজ বিকেল ৪টায় আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সব কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর-সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীকালে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’ সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেটবিদ্বেষী আচরণ করায় আমরা তাঁরও অপসারণ দাবি করেছি। আমাদের পাঁচ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়ব না। আশা করছি, বিভাগীয় কমিশনার এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবেন। তবে এখনো কোনো পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয়নি।’
পণ্য পরিবহন ধর্মঘটে কোনো প্রভাব পড়ছে কি না জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বিকেল ৪টায় বলেন, ‘এখন পর্যন্ত কোনো নাগরিক বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের কেউ জানায়নি যে তাদের পণ্য পরিবহনের সমস্যা হচ্ছে। নাগরিক বা ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ব্যাঘাত ঘটলে এবং সেটি আমাদের জানানো হলে তখন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, ‘দাবিগুলোয় বিষয়ে তারা আমাকে সেভাবে জানায়নি এবং আবেদনও করেনি। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা দেখব। দাবির বিষয়গুলো যে দুজন উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তাঁরাও জানেন। মূলত পাথর কোয়ারির বিষয়, সেটাও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত পাথর কোয়ারি লিজ দেওয়ার অ্যাগেইনস্টে। এখানে তাদের ধর্মঘটের বিষয়টা এটা, আমি জানি না এটার সঙ্গে সবাই সংশ্লিষ্ট কি না, আর কতটুকু চলছে। এটা আমরা দেখব, জাজ করব। এটা জেলা প্রশাসক আছে এবং আমাদের প্রশাসন এটা বিবেচনা করবে। জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি তারা করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা বিষয়টা দেখি এবং সবকিছু বিবেচনা করে পদক্ষেপ নেব।’
এর আগে ২ জুলাই (বুধবার) নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবি জানান তিনি। ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ডিসিকে ‘সিলেটবিদ্বেষী, অদক্ষ ও ব্যর্থ’ দাবি করে আন্দোলন শুরু করেন। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা’ ছিলেন বলেও দাবি করেন আরিফুল হক।
সৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
১ ঘণ্টা আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৭ ঘণ্টা আগে