জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।
যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’
আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।
আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।
যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’
আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।
আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’
ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো দোগাছী গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হুসাইন (৫) এবং আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল হোসেনের ছেলে অর্পণ (৭)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।
৩৬ মিনিট আগেসিলেটে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ শনিবার বেলা ২টা থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানায়..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে করা মামলায় সাবেক যুবদল নেতা মো. আরমান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে