শেরপুর প্রতিনিধি
শ্বশুরবাড়ির লোকজনের সামনে সাইফুল ইসলাম নামের এক যুবককে গালে থাপ্পড় মারেন স্ত্রী লতা বেগম। শুধু তাই নয়, উপস্থিত সকলের সামনে স্বামীকে কিল–ঘুষিসহ নানাভাবে তিরস্কার ও অপমান করেন। সেই লজ্জায় ওই দিনই বিষপানে আত্মহত্যা করেন সাইফুল। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার শেরপুরে স্বামীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় লতা বেগম (৩৫) নামে ওই গৃহবধূকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। সাজাপ্রাপ্ত লতা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের (৩৫) স্ত্রী। তাঁর তিনটি সন্তান রয়েছে।
আইনজীবী সুব্রত কুমার তিনি জানান, রায়ে লতা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বাবার বাড়ির লোকজনদের সামনে স্বামী সাইফুল ইসলামের গালে থাপ্পড় দেন গৃহবধূ লতা বেগম। একই সঙ্গে তাঁকে কিল–ঘুষিসহ নানাভাবে তিরস্কার করেন লতা বেগম। এ ঘটনার পর সেদিন রাতেই নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন স্বামী সাইফুল ইসলাম। পরে সাইফুলের মা সাজেদা খাতুন বাদী হয়ে সে বছর ৮ সেপ্টেম্বর লতা বেগমসহ ছয়জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর আদালতে ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল আলম ভূঁইয়া। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
শ্বশুরবাড়ির লোকজনের সামনে সাইফুল ইসলাম নামের এক যুবককে গালে থাপ্পড় মারেন স্ত্রী লতা বেগম। শুধু তাই নয়, উপস্থিত সকলের সামনে স্বামীকে কিল–ঘুষিসহ নানাভাবে তিরস্কার ও অপমান করেন। সেই লজ্জায় ওই দিনই বিষপানে আত্মহত্যা করেন সাইফুল। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার শেরপুরে স্বামীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় লতা বেগম (৩৫) নামে ওই গৃহবধূকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। সাজাপ্রাপ্ত লতা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের (৩৫) স্ত্রী। তাঁর তিনটি সন্তান রয়েছে।
আইনজীবী সুব্রত কুমার তিনি জানান, রায়ে লতা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বাবার বাড়ির লোকজনদের সামনে স্বামী সাইফুল ইসলামের গালে থাপ্পড় দেন গৃহবধূ লতা বেগম। একই সঙ্গে তাঁকে কিল–ঘুষিসহ নানাভাবে তিরস্কার করেন লতা বেগম। এ ঘটনার পর সেদিন রাতেই নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন স্বামী সাইফুল ইসলাম। পরে সাইফুলের মা সাজেদা খাতুন বাদী হয়ে সে বছর ৮ সেপ্টেম্বর লতা বেগমসহ ছয়জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর আদালতে ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল আলম ভূঁইয়া। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজার ভাঙচুরে ও কবর থেকে লাশ তুলে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে দলটি।
৫ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বিষাক্ত ও অতিরিক্ত মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৫ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে বাস-সিএনজি সংঘর্ষে সিনজি চালক সহ দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ অভিযোগ করে বলেছেন, ‘আমাদের প্যানেল ঘোষণা করার আগ থেকেই এটি ভাঙার চেষ্টা করা হয়েছে। আমাদের প্যানেলে যুক্ত হওয়ায় জিএস প্রার্থীকে চাপ সৃষ্টি...
৫ ঘণ্টা আগে