Ajker Patrika

নালিতাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত
ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আবু সা’দাত মুহাম্মদ মুসা নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার প্রতিকার চাইলেও প্রভাবশালী শিক্ষকনেতারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ মে স্কুল চলাকালে শিক্ষক আবু সা’দাত মুসা তাকে ডেকে টয়লেটের কাছে নিয়ে যান। পরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে চিৎকার শুরু করে মেয়েটি। এ সময় অন্য শিক্ষার্থীরা এসে বিষয়টি দেখে ফেলে। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় এবং এরপর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

মেয়েটি স্কুলে না যাওয়ায় একপর্যায়ে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়। পরে গতকাল সোমবার ওই শিক্ষার্থীর মা ও বাবা এ ঘটনার বিচার দাবি করেন স্কুল কর্তৃপক্ষের কাছে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও প্রভাবশালী কয়েকজন শিক্ষকনেতা মিলে ওই শিক্ষার্থীর অভিভাবকদের কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে মুসা স্যার যে কাজটা করেছে, আমি তার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী ও তার অভিভাবকের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত