শরীয়তপুরের জেলারকে প্রত্যাহার, ডেপুটি জেলার বরখাস্ত
শরীয়তপুর জেলা কারাগার থেকে ‘ভুল’ আসামিকে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার এবং ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৬ এপ্রিল) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।