ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহানুর আলম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব–পিলারের শূন্য লাইন থেকে প্রায় দু শ গজ ভেতরে (ভারতের) কোচবিহার জেলার মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।
জাহানুর একজন চোরাকারবারি বলে জানা গেছে। তিনি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।
এ ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ ও ভারতের কোচবিহার জেলার ভারবান্দা গিদালদহ বিএসএফ ক্যাম্প কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। এরপর বিএসএফ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
বিজিবি জানায়, ওই সীমান্তে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মালের পোঁটলা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এতে বিএসএফ বাধা দিলে তাঁরা টহলরত বিএসএফের পর্যবেক্ষণ পোস্টে হামলা চালান। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ আত্মরক্ষার্থে তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওই চোরাকারবারি রাবার বুলেটে বিদ্ধ হয়ে ঘটনাস্থলের পাশের জলাশয়ে পড়ে নিহত হন। বাকিরা পালিয়ে যান।
এ সময় গুলির শব্দে সীমান্তবাসীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।
খবর পেয়ে বেলা ১১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহানুর আলম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব–পিলারের শূন্য লাইন থেকে প্রায় দু শ গজ ভেতরে (ভারতের) কোচবিহার জেলার মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।
জাহানুর একজন চোরাকারবারি বলে জানা গেছে। তিনি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।
এ ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ ও ভারতের কোচবিহার জেলার ভারবান্দা গিদালদহ বিএসএফ ক্যাম্প কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। এরপর বিএসএফ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
বিজিবি জানায়, ওই সীমান্তে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মালের পোঁটলা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এতে বিএসএফ বাধা দিলে তাঁরা টহলরত বিএসএফের পর্যবেক্ষণ পোস্টে হামলা চালান। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ আত্মরক্ষার্থে তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওই চোরাকারবারি রাবার বুলেটে বিদ্ধ হয়ে ঘটনাস্থলের পাশের জলাশয়ে পড়ে নিহত হন। বাকিরা পালিয়ে যান।
এ সময় গুলির শব্দে সীমান্তবাসীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।
খবর পেয়ে বেলা ১১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে