Ajker Patrika

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে: নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে: নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম দেশরত্ন শেখ হাসিনা। আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেছেন। 

নৌপ্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোনো সরকারই এ দেশের পরিবর্তন ঘটাতে পারেনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এ দেশের কোনো পরিবর্তন করেনি। তাঁরা ক্ষমতায় থেকে নিজের পরিবারের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম দেশরত্ন শেখ হাসিনা। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তৎকালীন বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন রংপুর অঞ্চলের মানুষকে মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে রংপুর বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। রংপুর অঞ্চলের মানুষকে যারা মফিজ বলেছিলেন, সেই বিএনপিই এখন রাজনীতিতে মফিজ হয়ে গেছে। রংপুরের মানুষ এখন বিএনপিকে মফিজ বলে। 

চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর রহমান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ। 

এর আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাড়াবাড়ী বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত