Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, আহত ২ 

দিনাজপুর প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, আহত ২ 

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কাউলুস মার্ডি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের আরোহী। আজ শুক্রবার দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিশনমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাউলুস মার্ডি উপজেলার আবিরেরপাড়া গ্রামের মৃত শিবচরণ মার্ডির ছেলে। আহত মোটরসাইকেল আরোহীরা হলেন ইকবাল হোসেন মন্ডলের ছেলে রাকিব হাসান (১৭) ও মতিন মন্ডলের ছেলে বুলেট (২১)। তাঁরা দুজন পাশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের বাসিন্দা এবং চাচা-ভাতিজা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে চাচা-ভাতিজা মোটরসাইকেল নিয়ে ঘোড়াঘাট থেকে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন কাউলুস। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় কাউলুস আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে মারা যান কাউলুস। এদিকে চাচা-ভাতিজার অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, উভয় পক্ষের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তাঁরা আসলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত