সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখনো সূর্যের দেখা মেলেনি। কুয়াশা বেশি থাকায় সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা, আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।
সুন্দরগঞ্জ পূর্ব বাইপাস মোড়ে কথা হয় ট্রাকচালক মো. হযরত আলীর সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ২০ গজ সামনে কী আছে তা দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। সে কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে।
মোটরসাইকেলচালক মো. রাজু মিয়া বলেন, ‘শীতে সড়ক ঢাকা। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারণে লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি।’
ফারহানা মেডিকেল স্টোরের মালিক মো. ফারুক মিয়া বলেন, এখন সকাল ১০টা। একজন মাত্র ক্রেতা এসেছিলেন। প্রচণ্ড শীতের কারণে মানুষ বাইরে বের হচ্ছেন না।
আলু চাষি মো. রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বিঘা জমিতে আলু লাগিয়েছি। চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছে। সে কারণে এবার প্রচুর খরচ হয়েছে। শীত এভাবে অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হব।’
রংপুর বিভাগের আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘এ মুহূর্তে গাইবান্ধা জেলায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সোমবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখনো সূর্যের দেখা মেলেনি। কুয়াশা বেশি থাকায় সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা, আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।
সুন্দরগঞ্জ পূর্ব বাইপাস মোড়ে কথা হয় ট্রাকচালক মো. হযরত আলীর সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ২০ গজ সামনে কী আছে তা দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। সে কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে।
মোটরসাইকেলচালক মো. রাজু মিয়া বলেন, ‘শীতে সড়ক ঢাকা। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারণে লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি।’
ফারহানা মেডিকেল স্টোরের মালিক মো. ফারুক মিয়া বলেন, এখন সকাল ১০টা। একজন মাত্র ক্রেতা এসেছিলেন। প্রচণ্ড শীতের কারণে মানুষ বাইরে বের হচ্ছেন না।
আলু চাষি মো. রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বিঘা জমিতে আলু লাগিয়েছি। চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছে। সে কারণে এবার প্রচুর খরচ হয়েছে। শীত এভাবে অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হব।’
রংপুর বিভাগের আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘এ মুহূর্তে গাইবান্ধা জেলায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সোমবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।’
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৮ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৩ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৭ মিনিট আগে