প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।
আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে।
এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।
আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে।
এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৩ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২২ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে