Ajker Patrika

দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না: ফয়জুল করীম

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫: ৪৪
দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস সড়কের পাশে আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় পাশের দেশ ভারতের কর্ণাটক, পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, অথচ কর্ণাটকে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জনতার ভোটে সরকার গঠন করে। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাই নির্বাচন নিয়ে কোনো মহল প্রশ্ন তোলে না।

তুরস্কের নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে প্রথম পর্বে প্রয়োজনের তুলনায় কম ভোট পান। পরে আবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এই হলো বিদেশের নির্বাচন। আর এই সরকারের সময়ে হওয়া নির্বাচন সুষ্ঠু হয় না।

পরে রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাইপাস সড়কের পাশে স্থানীয় শীলের মাঠে ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফয়জুল করীম বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, রংপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক হাফেজ মো. মুসা বিন হারুন, জেলা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি একাব্বর আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত