Ajker Patrika

আ. লীগ নেতার ছেলের হয়ে হাজিরা দিতে এসে কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২১: ১১
আ. লীগ নেতার ছেলের হয়ে হাজিরা দিতে এসে কারাগারে

কুড়িগ্রামের রৌমারিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের মামলায় আসামি এক উপজেলা আওয়ামী লীগ নেতার ছেলে। তাঁর হয়ে আদালতে হাজিরা দিতে যান আরেক ব্যক্তি। পরে আদালত বদলি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। 

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলির আদালতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুস সামাদ। 

 এজাহারভুক্ত আসামি আতিকুর রহমান (৩৫)।গ্রেপ্তার হওয়া যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। আর মামলার এজাহারভুক্ত আসামি আতিকুর রহমান (৩৫)। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামালের ছেলে। আতিকুরের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মামলা রয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে আতিকুরসহ রৌমারী উপজেলার ৪২ জন অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় আসামিরা জামিন নেওয়ার পর নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। 

আদালতের বেঞ্চ সহকারী আব্দুস সামাদ বলেন, ‘প্রকৃত আসামির সঙ্গে যোগসাজশে জয়নাল আবেদীন নিজেকে আতিকুর পরিচয় দিয়ে আদালতে হাজিরা দিতে আসেন। এ জন্য আদালত স্বপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে পেনাল কোডের ৪১৭,৪১৯ এবং ১৩ ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মূল আসামি আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত