Ajker Patrika

আড়াই মাসেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ নেতার খুনিরা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আড়াই মাসেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ নেতার খুনিরা

প্রকাশ্যে হত্যাকাণ্ডের আড়াই মাস পেরিয়ে গেলেও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই সঙ্গে উদ্ঘাটন করতে পারেনি হত্যার রহস্যও। তাই এই ছাত্রলীগ নেতার হত্যা সঙ্গে জড়িত সকল আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার দুপুরে ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামে আশিকুর রহমান রকির বাড়িতে এলাকাবাসী ও বন্ধুমহলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আশিকুর রহমান রকিরের বড় ভাই মো. আতিকুর রহমান রোস্তম। 

লিখিত বক্তব্যে মো. আতিকুর রহমান রোস্তম বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়া এলাকার মো. কাঞ্চন ও ইমরান খান। তাদের সহযোগী ছিল মানিক মিয়া ও সোহাগ মিয়াসহ বেশ কয়েকজন। আসামিরা জনসম্মুখে আমার ভাইকে খুন করলেও পুলিশ এজাহারভুক্ত মূল আসামিসহ অন্যান্যদের আজও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ এজাহারভুক্ত মাত্র একজন ও অজ্ঞাতনামা চার আসামিকে গ্রেপ্তার করে বসে আছে।’ 

মো. আতিকুর রহমান রোস্তম আরও বলেন, ‘এত উন্নত তথ্যপ্রযুক্তি থাকার পরও মূল আসামিসহ অন্য আর কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। যা আমাদের উদ্বিগ্ন করছে। সেই সাথে আশিকুর রহমান রকি হত্যার রহস্য বা কি কারণে তাঁকে হত্যা করা হলো তাও পুলিশ জানাতে পারেনি। আমার ভাইকে বিনা কারণে হত্যা করা হয়নি। এর পেছনে অন্য কোন রহস্য আছে। আর তাই রহস্যের উদ্ঘাটনসহ আমার ভাইকে হত্যায় যেসব আসামি জড়িত তাঁদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, গাইবান্ধা পৌরসভার সাবেক কমিশনার আবু আল খায়ের সাহী, নিহত রকির বড় বোন হাছিনা বেগম, চাচা আবদুল হালিম, ইউপি সদস্য খলিলুর রহমানসহ প্রমুখ। 

উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ মায়ের ওষুধ কিনে গাইবান্ধা জেলা শহর থেকে ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের বাসায় ফিরছিলেন রাকি। ফেরার পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের গাইবান্ধা পৌরসভা এলাকায় হালিম বিড়ি ফ্যাক্টরির মোড়ে রকিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত