Ajker Patrika

নির্বাচন জটিল কাজ, একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়: ইসি রাশেদা সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০: ০৩
নির্বাচন জটিল কাজ, একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন জটিল কাজ। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যে যেভাবে এ কাজের সঙ্গে জড়িত তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। 

আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধমকি দেয়, পথে ঘাটে, ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটারেরা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’ 

ইসি আরও বলেন, ‘এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই
ভোটাদের হুমকি ধমকি করলে ভোটারেরা প্রশাসনকে জানানো মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত