Ajker Patrika

‘কীটনাশক পানে’ গৃহবধূর মৃত্যু, স্বামী কারাগারে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
‘কীটনাশক পানে’ গৃহবধূর মৃত্যু, স্বামী কারাগারে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী রেজাবুল ইসলাম কালুয়াকে (৪০) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালত তাঁকে কারাগারে পাঠায়। 

গতকাল সোমবার গৃহবধূ মমতা বেগমের (৩৫) বাবা মহরম আলী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রেজাবুলের নামে মামলা করেন। এর আগে গত রোববার রাতে কীটনাশক পানে মৃত্যু হয় তাঁর। 

অভিযুক্ত রেজাবুল উপজেলার জোংড়া ইউনিয়নের নন্দেরঘাট এলাকার আজিজার রহমানের ছেলে। 

পুলিশ ও মামলায় জানা গেছে, ১২ বছর আগে রেজাবুলের সঙ্গে একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মহরম আলীর মেয়ে মমতা বেগমের বিয়ে হয়। প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে মমতাকে দ্বিতীয় বিয়ে করেন রেজাবুল। বিয়ের পর থেকে এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলতো। প্রায়ই নির্যাতনের শিকার হতেন মমতা। গত ২৪ ফেব্রুয়ারি সকালে মমতাকে বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে দেন রেজাবুল। এতে মমতা বাড়িতে থাকা কীটনাশক পান করেন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গৃহবধূর বাবা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্বামীর নির্যাতনে স্ত্রীর কীটনাশক পান ও আত্মহত্যার প্ররোচনার মামলায় রেজাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত