ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কিছু সবজির দাম অধিক পরিমাণে কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
আজ শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী হাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু, বেগুন ও শিম প্রতি কেজি ১৫ টাকা; গাজর, শসা, ক্ষীরা, ধনেপাতা, লালশাক ও পালংশাক প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ, ওলকপি ও টমেটো ৩০ টাকা; ফুলকপি প্রতি কেজি ১০ টাকা; বাঁধাকপি ও মুলা প্রতি কেজি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেঁয়াজ, আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, আদা প্রতি কেজি ১৬০ ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
সবজি বিক্রেতা আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। বেশির ভাগ সবজির কেজিপ্রতি দাম ২০ টাকার আশপাশে রয়েছে। সবজি ব্যবসায়ী মিনহাজ বলেন, ‘প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ ও ধনেপাতা ২০ টাকা দরে বিক্রি করছি।’
সবজি ক্রেতা মাহবুব উল আলম আজকের পত্রিকাকে বলেন, শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আরেক ক্রেতা নূর মোহাম্মদ বলেন, ‘সবজির দাম কম। সবজি কিনে স্বস্তি পাচ্ছি।’
চাষি আজিজার রহমান বলেন, ‘আধা বিঘার বেশি জমিতে মুলা চাষ করেছি। ৩ হাজার টাকার মতো খরচ হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ২০০ টাকা বিক্রি করেছি। খরচের টাকা উঠবে না।’
চাষি মমিন মিয়া বলেন, ‘এক বিঘা ৮ শতক জমিতে ফুলকপি লাগিয়েছি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ১০ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছি।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কিছু সবজির দাম অধিক পরিমাণে কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
আজ শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী হাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু, বেগুন ও শিম প্রতি কেজি ১৫ টাকা; গাজর, শসা, ক্ষীরা, ধনেপাতা, লালশাক ও পালংশাক প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ, ওলকপি ও টমেটো ৩০ টাকা; ফুলকপি প্রতি কেজি ১০ টাকা; বাঁধাকপি ও মুলা প্রতি কেজি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেঁয়াজ, আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, আদা প্রতি কেজি ১৬০ ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
সবজি বিক্রেতা আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। বেশির ভাগ সবজির কেজিপ্রতি দাম ২০ টাকার আশপাশে রয়েছে। সবজি ব্যবসায়ী মিনহাজ বলেন, ‘প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ ও ধনেপাতা ২০ টাকা দরে বিক্রি করছি।’
সবজি ক্রেতা মাহবুব উল আলম আজকের পত্রিকাকে বলেন, শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আরেক ক্রেতা নূর মোহাম্মদ বলেন, ‘সবজির দাম কম। সবজি কিনে স্বস্তি পাচ্ছি।’
চাষি আজিজার রহমান বলেন, ‘আধা বিঘার বেশি জমিতে মুলা চাষ করেছি। ৩ হাজার টাকার মতো খরচ হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ২০০ টাকা বিক্রি করেছি। খরচের টাকা উঠবে না।’
চাষি মমিন মিয়া বলেন, ‘এক বিঘা ৮ শতক জমিতে ফুলকপি লাগিয়েছি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ১০ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছি।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে