Ajker Patrika

গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৩: ৪২
গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পাশের তিনটি বাড়িতেও ছড়িয়ে পড়েছিল। 

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে আজাহার মিয়ার পাটের গুদামে এ আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আজাহার দাবি করেন, আগুনের ঘটনায় ৩ হাজার মণ পাট পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আজাহার মিয়ার পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বাড়িসহ পাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদাম-বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। 

গুদামের মালিক আজাহার তাৎক্ষণিকভাবে জানান, ‘আগুনে গুদামে থাকা তিন হাজার মণ পাট পুড়ে গেছে।’

গোবিনন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’ 

গোবিনন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত