Ajker Patrika

রাস্তায় আলু ফেলে আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০: ১৫
রাস্তায় আলু ফেলে আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় রাস্তার মধ্যে আলু ফেলে বিক্ষোভ করেন আলুচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। 

জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে, কোল্ড স্টোরেজগুলোতে গত বছর ৭০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৫০ টাকা ভাড়া ছিল উল্লেখ করে বর্তমানে ৫০ কেজি বস্তার ভাড়া ২৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া কমানোর দাবি জানানো হয়। এ ছাড়াও কোল্ড স্টোরেজগুলোতে আলুর বস্তার গায়ে হুক ব্যবহার বন্ধ, বস্তার জন্য ঋণের বিপরীতে ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণ ও স্টোরেজের ভেতরে আলুর বস্তা ছিঁড়ে গেলে বা আলু পচে গেলে এর ক্ষতিপূরণের ব্যবস্থারও জোর দাবি জানান আলুচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। 

এ সময় মানববন্ধনে আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জগন্নাথপুর, নারগুন শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল, সহসাংগঠনিক সম্পাদক মামুন, উপদেষ্টা স্বপন, কৃষিবিষয়ক সম্পাদক সুজন ইসলাম প্রমুখ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত