Ajker Patrika

ঘোড়াঘাটে দুই হোটেলমালিককে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০: ২১
ঘোড়াঘাটে দুই হোটেলমালিককে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই হোটেলমালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে পৌর এলাকার বাসস্ট্যান্ডে অভিযান চালান দপ্তরটির কর্মকর্তারা। অভিযানে ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলী ওরফে মন্তাজ আলীকে সাত হাজার টাকা এবং রাজলক্ষ্মী-১ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্যতালিকা না থাকাসহ খাবারে আয়োডিনবিহীন লবণ ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘পুরো জেলায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

অভিযান শেষে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা-অধিকারের কর্মকর্তারা নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন। 

এ সময় দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ছাড়াও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুসফিকুর রহমান এবং ঘোড়াঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ দপ্তর দুটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত