সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদিরুল আহসান সেলিমের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সরকারি মালামাল আত্মসাৎ, টিসিবির কার্ড এবং বিভিন্ন সুবিধার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে তাঁর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের ছাইতানতলা বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম দীর্ঘদিন ধরে ইউনিয়নের দরিদ্র মানুষের অধিকার হরণ করে আসছেন। তিনি সরকারি মালামাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
বক্তারা বলেন, তিনি (চেয়ারম্যান) টিসিবি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি সুবিধা দেওয়ার সময় অর্থ আদায় করে দরিদ্র মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলেছেন। তাঁর এই কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, এটি আইনবিরুদ্ধ এবং সাধারণ মানুষের প্রতি চরম অন্যায়।
বক্তারা আরও বলেন, ‘আমরা তাঁর দ্রুত অপসারণ এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কেউ জনগণের সঙ্গে এভাবে প্রতারণা করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তিই কেবল জনগণের অধিকার রক্ষায় সঠিক বার্তা দিতে পারে।’
এসব কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম মতিয়ার পারভেজ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক মো. সামিউল ইসলাম সামু, যুবনেতা মো. মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমতিয়াজ আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. স্মরণ পারজেভ প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদিরুল আহসান সেলিম বলেন, ‘এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে হয়রানির উদ্দেশ্যে তাঁরা এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ট্যাক্স আদায় করা হয়েছে। টিসিবি কার্ডের নামে কোনো টাকা নেওয়া হয়নি।’
উল্লেখ্য, গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় পরিষদের সচিব মো. সফিকুল ইসলাম উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করেন বলে তাঁরা (উপকারভোগী) অভিযোগ তোলেন। তাঁদের দাবি, টিসিবি কার্ড বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের নির্দেশে অর্থ আদায় করা হয়েছে। এ ঘটনায় তাঁরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদিরুল আহসান সেলিমের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সরকারি মালামাল আত্মসাৎ, টিসিবির কার্ড এবং বিভিন্ন সুবিধার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে তাঁর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের ছাইতানতলা বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম দীর্ঘদিন ধরে ইউনিয়নের দরিদ্র মানুষের অধিকার হরণ করে আসছেন। তিনি সরকারি মালামাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
বক্তারা বলেন, তিনি (চেয়ারম্যান) টিসিবি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি সুবিধা দেওয়ার সময় অর্থ আদায় করে দরিদ্র মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলেছেন। তাঁর এই কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, এটি আইনবিরুদ্ধ এবং সাধারণ মানুষের প্রতি চরম অন্যায়।
বক্তারা আরও বলেন, ‘আমরা তাঁর দ্রুত অপসারণ এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কেউ জনগণের সঙ্গে এভাবে প্রতারণা করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তিই কেবল জনগণের অধিকার রক্ষায় সঠিক বার্তা দিতে পারে।’
এসব কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম মতিয়ার পারভেজ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক মো. সামিউল ইসলাম সামু, যুবনেতা মো. মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমতিয়াজ আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. স্মরণ পারজেভ প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদিরুল আহসান সেলিম বলেন, ‘এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে হয়রানির উদ্দেশ্যে তাঁরা এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ট্যাক্স আদায় করা হয়েছে। টিসিবি কার্ডের নামে কোনো টাকা নেওয়া হয়নি।’
উল্লেখ্য, গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় পরিষদের সচিব মো. সফিকুল ইসলাম উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করেন বলে তাঁরা (উপকারভোগী) অভিযোগ তোলেন। তাঁদের দাবি, টিসিবি কার্ড বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের নির্দেশে অর্থ আদায় করা হয়েছে। এ ঘটনায় তাঁরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে