Ajker Patrika

শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস টেক্সটাইল মিল

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫: ০৬
শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস টেক্সটাইল মিল

দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবদাস দত্ত মজুমদার। 

রেজিস্ট্রার জানান, এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই অনুষদে প্রথম বছর ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। 

দেবদাস দত্ত মজুমদার বলেন, ‘আপাতত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ব্যবহার করা হবে। এ বছর আমরা সেখানে ক্যাম্পাস চালুর প্রস্তুতি নেব।’ 

জনবল নিয়োগ প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, ‘আজ জনবলসংক্রান্ত বিষয় নিয়ে ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ভিসি স্যার প্রেজেন্টেশন দিয়েছেন। আশা করছি পরবর্তী সভায় ইউজিসি কর্তৃপক্ষ জনবল চাহিদা অনুমোদন দেবেন। এরপর আমরা তা চ্যান্সেলর মহোদয়ের কাছে পাঠাব।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষ ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে। সেটি সবুজ পাতায় স্থানও পেয়েছে। ভবিষ্যতে সেটি একনেক সভায় উপস্থাপন করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। 

সূত্র আরও জানায়, এই ৬০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং ফিজিবিলিটি স্টাডি কাজে ব্যয়ের পরিকল্পনা ধরা হয়েছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা ২৫০ একর জমির অনুমোদন পেয়েছি। ডিপিপি অনুমোদন পেলে জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।’ 

প্রায় এক দশক ধরে বন্ধ কুড়িগ্রাম টেক্সটাইল মিলসকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড এই অনুমতি দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত