কেএম হিমেল আহমেদ, রংপুর
সকালের সূর্য কেবল আড়মোড়া ভেঙে পূর্ব আকাশে জেগে উঠতে শুরু করেছে। শিশু রুবিয়া ও জিনহা মায়ের রান্নার কাজে সাহায্য করছে। আর ছোট ভাই সুকচান চুলার পাশে বসে খাবারের অপেক্ষায়। তাদের মা আজমীরা খাতুন রান্না-বান্না শেষ করে গ্রামে রোজগারের আশায় বের হবেন। এসব দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে দেখা যায়, ঘুম থেকে উঠে মায়ের রান্নার পাশে আনমনে বসে আছে সাদিউন (১৪)।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টার ঘরে। রংপুর শহর থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে দমদমা ব্রিজের নিচেই সেখানে ১৫টি পরিবারের বসবাস। যাদেরকে বলা হয় বেদে/বাইদ্যা। এদের বসবাসের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এখানে তো কাল আরেক জায়গায়। পনেরো পরিবারের সর্দার তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেই তাদের পল্লিতে প্রবেশ করি। আনমনে বসে থাকা সাদিউনের মায়ের সঙ্গে কথা শেষ করে কোন ক্লাসে পড়ো সাদিউন জানতে চাইলে মাথা নেড়ে বলে, ‘আমি স্কুলে যাই না। একসময় খুব ইচ্ছে করত এখন সেই ইচ্ছে করে না। এখন দেখি আমাদের এইভাবেই জীবন চালাতে হবে।’
শিশু ইয়ামুল বলে, ‘পড়াশোনার ইচ্ছে আছে তবে উপায় দেখি না কেমনে পড়মু, বাবা-মা গ্রামে কাজে গেলে ঘর পাহারা দিতে হয়। স্কুলে যেতে পারি না।’ নিজের নাম লিখতে জানে কিনা জানতে চাইলে বলে, ‘নাম লিখতে পারি না।’
নাম নাজমা, বয়স ১৪ বছর। গত ১ মাস আগে তার বিয়ে হয়েছে। স্বামী সুলেমান ব্যথার তেল ও মাছের কাঁটা বিক্রি করেন। নাজমা বলে, ‘পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয়েছে।’
জিনহা (১২) বলে, ‘তন্ত্র মন্ত্র ও ঝাড়ফুঁক মায়ের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে শিখছি। কোনো দিন এক দুইশো কামাই হয় আবার কোনো দিন নাও হয়। যে দিন কামাই হয় না সেদিন সাপ দেখিয়ে বাজারের দোকান কালেকশন করি। কোনো দোকানদার দেন কেউ দিতে চায় না। ঝাড়ফুঁকে কামাই ভালো হলে দোকানদারদের মুখ কালা দেখতে হয় না।’
পনেরো পরিবারের সর্দার মো. তরিকুল ইসলাম বলেন, ‘নদী ভাঙনের কারণে আজ আমাদের আজ এই অবস্থা। জন্ম জেলা মুন্সিগঞ্জ। আমাদের সবই ছিল তবুও আজ আমরা পথে পথে বাস করি। ঝড়-বৃষ্টিতে অনেক কষ্ট হয়। প্রচণ্ড গরমে যেমন থাকতে পারি না। শীতেও থাকতে পারি না খুব ঠান্ডার কারণে। আমরা আমাদের সন্তানদের পড়াশোনা করাতে পারি না। বছরে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় থাকতে হয়।’
সমাজবিজ্ঞানী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ ইলিয়াস বলেন, ‘বেদে পল্লির মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। তারা তাদের মতন থাকতে ভালোবাসে। তাদের নিজস্ব সংস্কৃতি বাপদাদার আমল থেকে চলে আসছে। সন্তানদের শিক্ষিত করতে তাদের যেমন ইচ্ছা-আগ্রহের প্রয়োজন তেমন আমাদের সমাজের মানুষেরও তাদের পাশে গিয়ে সন্তান শিক্ষিত করার আগ্রহ সৃষ্টি করার প্রয়োজন।’
সকালের সূর্য কেবল আড়মোড়া ভেঙে পূর্ব আকাশে জেগে উঠতে শুরু করেছে। শিশু রুবিয়া ও জিনহা মায়ের রান্নার কাজে সাহায্য করছে। আর ছোট ভাই সুকচান চুলার পাশে বসে খাবারের অপেক্ষায়। তাদের মা আজমীরা খাতুন রান্না-বান্না শেষ করে গ্রামে রোজগারের আশায় বের হবেন। এসব দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে দেখা যায়, ঘুম থেকে উঠে মায়ের রান্নার পাশে আনমনে বসে আছে সাদিউন (১৪)।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টার ঘরে। রংপুর শহর থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে দমদমা ব্রিজের নিচেই সেখানে ১৫টি পরিবারের বসবাস। যাদেরকে বলা হয় বেদে/বাইদ্যা। এদের বসবাসের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এখানে তো কাল আরেক জায়গায়। পনেরো পরিবারের সর্দার তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেই তাদের পল্লিতে প্রবেশ করি। আনমনে বসে থাকা সাদিউনের মায়ের সঙ্গে কথা শেষ করে কোন ক্লাসে পড়ো সাদিউন জানতে চাইলে মাথা নেড়ে বলে, ‘আমি স্কুলে যাই না। একসময় খুব ইচ্ছে করত এখন সেই ইচ্ছে করে না। এখন দেখি আমাদের এইভাবেই জীবন চালাতে হবে।’
শিশু ইয়ামুল বলে, ‘পড়াশোনার ইচ্ছে আছে তবে উপায় দেখি না কেমনে পড়মু, বাবা-মা গ্রামে কাজে গেলে ঘর পাহারা দিতে হয়। স্কুলে যেতে পারি না।’ নিজের নাম লিখতে জানে কিনা জানতে চাইলে বলে, ‘নাম লিখতে পারি না।’
নাম নাজমা, বয়স ১৪ বছর। গত ১ মাস আগে তার বিয়ে হয়েছে। স্বামী সুলেমান ব্যথার তেল ও মাছের কাঁটা বিক্রি করেন। নাজমা বলে, ‘পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয়েছে।’
জিনহা (১২) বলে, ‘তন্ত্র মন্ত্র ও ঝাড়ফুঁক মায়ের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে শিখছি। কোনো দিন এক দুইশো কামাই হয় আবার কোনো দিন নাও হয়। যে দিন কামাই হয় না সেদিন সাপ দেখিয়ে বাজারের দোকান কালেকশন করি। কোনো দোকানদার দেন কেউ দিতে চায় না। ঝাড়ফুঁকে কামাই ভালো হলে দোকানদারদের মুখ কালা দেখতে হয় না।’
পনেরো পরিবারের সর্দার মো. তরিকুল ইসলাম বলেন, ‘নদী ভাঙনের কারণে আজ আমাদের আজ এই অবস্থা। জন্ম জেলা মুন্সিগঞ্জ। আমাদের সবই ছিল তবুও আজ আমরা পথে পথে বাস করি। ঝড়-বৃষ্টিতে অনেক কষ্ট হয়। প্রচণ্ড গরমে যেমন থাকতে পারি না। শীতেও থাকতে পারি না খুব ঠান্ডার কারণে। আমরা আমাদের সন্তানদের পড়াশোনা করাতে পারি না। বছরে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় থাকতে হয়।’
সমাজবিজ্ঞানী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ ইলিয়াস বলেন, ‘বেদে পল্লির মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। তারা তাদের মতন থাকতে ভালোবাসে। তাদের নিজস্ব সংস্কৃতি বাপদাদার আমল থেকে চলে আসছে। সন্তানদের শিক্ষিত করতে তাদের যেমন ইচ্ছা-আগ্রহের প্রয়োজন তেমন আমাদের সমাজের মানুষেরও তাদের পাশে গিয়ে সন্তান শিক্ষিত করার আগ্রহ সৃষ্টি করার প্রয়োজন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে