Ajker Patrika

‘প্রতিবন্ধী জেনেও’ চোর সন্দেহে বাদাম বিক্রেতাকে গণপিটুনি

লালমনিরহাট প্রতিনিধি 
হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবন্ধী বাদাম বিক্রেতা নাজিম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবন্ধী বাদাম বিক্রেতা নাজিম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চোর সন্দেহে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী বাদাম বিক্রেতাকে গণপিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে আহত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ করেন। প্রতিবন্ধী নাজিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের হাবিবর রহমানের ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাজারে ফেরি করে বাদাম বিক্রি করেন বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী নাজিম উদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ‘পাগলা বাদাম বিক্রেতা’ নামে চেনেন। বাদাম বিক্রির আয়ে চলে তাঁর তিন সদস্যের সংসার। গতকাল শনিবার দিনভর স্থানীয় বাজারে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। এ সময় বাড়ির পাশে পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের বাঁশবাগানে যান। এ সময় বাঁশবাগানের পাশে তাঁদের প্রতিবেশী দাদন ব্যবসায়ী আলম মিয়ার ছেলে নাজমুলসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহ করে ধাওয়া দিয়ে আটক করেন।

পরে নিজ বাড়িতে নিয়ে চোর অপবাদ দিয়ে তাঁকে গণপিটুনি দেন। এ সময় প্রতিবন্ধী নাজিমকে রড দিয়ে পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচে ভেঙে দেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত নাজিম উদ্দিনের বাবা হাবিবর রহমান বাদী হয়ে আজ আদিতমারী থানায় নাজমুলসহ চারজনের নাম ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

নাজিম উদ্দিনের বাবা হবিবর রহমান বলেন, ‘হামলাকারীরা আমার ছেলেকে প্রতিবন্ধী জেনেও বেদম মারধর করে পা ভেঙে দিয়েছে। আমরা গরিব মানুষ, তার চিকিৎসার টাকাও তো নেই আমাদের। বাদাম বিক্রি করে যা আয় করে, তা দিয়েই চলত সংসার। এখন সংসার চলবে কীভাবে? চিকিৎসাই-বা হবে কীভাবে?’

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত