Ajker Patrika

হাসপাতালের শৌচাগারে পাওয়া নবজাতকটি মারা গেছে

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯: ৩৮
হাসপাতালের শৌচাগারে পাওয়া নবজাতকটি মারা গেছে

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটি মারা গেছে। আজ সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে বেলা দুইটার দিকে জলঢাকা কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান রেজাওনুল কবীর নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হাসান আজকের পত্রিকাকে বলেন, গত শনিবার নবজাতকটি উদ্ধারের পর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। এ কারণে পরদিন গতকাল রোববার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে শিশুটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে এক কিশোরী। জরুরি বিভাগে নাম ও ঠিকানা উল্লেখ করে টয়লেটে চলে যায় সে। টয়লেটে একটি ছেলেসন্তান প্রসব করে। সন্তান প্রসবের পরপরই কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ে ওই কিশোরী।

এ সময় অন্য রোগীরা টয়লেটে গিয়ে নবজাতকটিকে দেখতে পেয়ে নার্সদের জানান। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও চিকিৎসকেরা নবজাতকটিকে উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত