সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মাসের ২৮ তারিখে এ চার্জশিট দাখিল করে সিআইডি। বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল।
জানা গেছে, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুরের বাসিন্দা গাউসুল আযম ফারুকী ২০১৯ সালে তাঁর নির্মাণাধীন ৬ তলা ভবনে লিফট স্থাপনের জন্য নতুনভাবে একটি নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। তৎকালীন মেয়র কাউন্সিলরদের সঙ্গে গাউসুল আযম ফারুকীর মামলার জের ধরে নকশা অনুমোদন দেননি। এ বিষয়ে গাউসুল আযম হাইকোর্টে মামলা করেন।
হাইকোর্ট নকশা অনুমোদনের জন্য তৎকালীন মেয়রকে আদেশ দেন। মহামান্য হাইকোর্টের আদেশ পাওয়ার পরও তৎকালীন মেয়র নকশা অনুমোদন প্রদান না করে কালক্ষেপণ করেন। ইতিমধ্যে ২০২০ সালে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হলে মেয়র পদে রাফিকা আকতার জাহান নৌকা মার্কার মনোনয়ন পান।
গাউসুল আযম ফারুকীর সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাফিকা আকতার জাহান গাউসুল আযম ফারুকীকে জানান, নির্বাচনে তিনি শতভাগ জয়লাভ করবেন। নির্বাচনে জিতে গাউসুল আযমের নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের নকশা অনুমোদন করে দেবেন, হাইকোর্টে যাওয়া লাগবে না। এভাবে তিনি গাউসুল আযমকে নকশা অনুমোদন করে দেওয়ার কথা দিয়ে নির্বাচনের আগেই এক লাখ টাকার চেক গ্রহণ করেন এবং ব্যাংক থেকে চেকের টাকা উত্তোলন করেন।
পরবর্তীতে মেয়র নির্বাচিত হওয়ার পরও রাফিকা আকতার জাহান গাউসুল আযমকে নকশা অনুমোদন না দিয়ে দিনের পর দিন বিভিন্ন রকম তালবাহানা ও হয়রানি করতে থাকেন। মেয়র নকশার জন্য আরও এক লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হলে তিনি গাউসুল আযমকে আবার হয়রানি করতে থাকেন। একপর্যায়ে গাউসুল আযম ফারুকী মেয়রের কাছে টাকা ফেরত চাইলে মেয়র টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। নিরুপায় হয়ে গাউসুল আযম মেয়রের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমলি আদালত সৈয়দপুর নীলফামারীতে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।
এরপর আদালত মামলাটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করেন।
এ বিষয়ে গাউসুল আযম ফারুকী জানান, ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামির মেয়র পদে থাকার কোন এখতিয়ার নেই। সংশ্লিষ্ট দপ্তরে মেয়রকে বরখাস্ত করার জন্য আবেদন করা হবে। প্রয়োজনে মহামান্য হাইকোর্টে মামলা করা হবে।
তবে পৌর মেয়র রাফিকা আকতার বলেন, ‘চার্জশিট হয়েছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।’
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মাসের ২৮ তারিখে এ চার্জশিট দাখিল করে সিআইডি। বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল।
জানা গেছে, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুরের বাসিন্দা গাউসুল আযম ফারুকী ২০১৯ সালে তাঁর নির্মাণাধীন ৬ তলা ভবনে লিফট স্থাপনের জন্য নতুনভাবে একটি নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। তৎকালীন মেয়র কাউন্সিলরদের সঙ্গে গাউসুল আযম ফারুকীর মামলার জের ধরে নকশা অনুমোদন দেননি। এ বিষয়ে গাউসুল আযম হাইকোর্টে মামলা করেন।
হাইকোর্ট নকশা অনুমোদনের জন্য তৎকালীন মেয়রকে আদেশ দেন। মহামান্য হাইকোর্টের আদেশ পাওয়ার পরও তৎকালীন মেয়র নকশা অনুমোদন প্রদান না করে কালক্ষেপণ করেন। ইতিমধ্যে ২০২০ সালে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হলে মেয়র পদে রাফিকা আকতার জাহান নৌকা মার্কার মনোনয়ন পান।
গাউসুল আযম ফারুকীর সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাফিকা আকতার জাহান গাউসুল আযম ফারুকীকে জানান, নির্বাচনে তিনি শতভাগ জয়লাভ করবেন। নির্বাচনে জিতে গাউসুল আযমের নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের নকশা অনুমোদন করে দেবেন, হাইকোর্টে যাওয়া লাগবে না। এভাবে তিনি গাউসুল আযমকে নকশা অনুমোদন করে দেওয়ার কথা দিয়ে নির্বাচনের আগেই এক লাখ টাকার চেক গ্রহণ করেন এবং ব্যাংক থেকে চেকের টাকা উত্তোলন করেন।
পরবর্তীতে মেয়র নির্বাচিত হওয়ার পরও রাফিকা আকতার জাহান গাউসুল আযমকে নকশা অনুমোদন না দিয়ে দিনের পর দিন বিভিন্ন রকম তালবাহানা ও হয়রানি করতে থাকেন। মেয়র নকশার জন্য আরও এক লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হলে তিনি গাউসুল আযমকে আবার হয়রানি করতে থাকেন। একপর্যায়ে গাউসুল আযম ফারুকী মেয়রের কাছে টাকা ফেরত চাইলে মেয়র টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। নিরুপায় হয়ে গাউসুল আযম মেয়রের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমলি আদালত সৈয়দপুর নীলফামারীতে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।
এরপর আদালত মামলাটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। সিআইডি নীলফামারীর পরিদর্শক একেএম খন্দকার মুহিবুল দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করেন।
এ বিষয়ে গাউসুল আযম ফারুকী জানান, ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামির মেয়র পদে থাকার কোন এখতিয়ার নেই। সংশ্লিষ্ট দপ্তরে মেয়রকে বরখাস্ত করার জন্য আবেদন করা হবে। প্রয়োজনে মহামান্য হাইকোর্টে মামলা করা হবে।
তবে পৌর মেয়র রাফিকা আকতার বলেন, ‘চার্জশিট হয়েছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।’
সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতেরা। আজ মঙ্গলবার সকালে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদদের হত্যাকারীদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩২ মিনিট আগেমহাসড়ক আইনের ৯ (১১) ধারা অনুযায়ী মহাসড়কের উভয় পার্শ্বে ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা দন্ডনীয় অপরাধ। এমন আইনের ধারা সম্বলিত লেখা সাইটনবোর্ডের সাথেই নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা।
৩৬ মিনিট আগেউত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন
১ ঘণ্টা আগে