Ajker Patrika

মাদক মামলায় ঠাকুরগাঁওয়ে যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
মাদক মামলায় ঠাকুরগাঁওয়ে যুবকের যাবজ্জীবন

ফেনসিডিল রাখার দায়ে ঠাকুরগাঁওয়ে মলিন সিংহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখর কুমার রায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি পুলিশের এসআই পুষ্প রঞ্জন দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দলুয়া বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মলিন সিংহ (৩৫) ও অপর এক ব্যক্তির ডান কাঁধে একটি প্লাস্টিকের বস্তা এবং অপরজন তাঁর ডান হাতে সাদা রঙের একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে যাওয়ার সময় আটক হন।

পরে তল্লাশি চালিয়ে মলিন সিংহের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনায় সঙ্গে ফরিদ আলী (৪০) নামে আরও এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানান। পরে ডিবি পুলিশের এসআই (নি.) পুষ্প রঞ্জন দেবনাথ বাদী হয়ে উল্লেখিত দুজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। 

মামলার অপর আসামি ফরিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্তোষজনকভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত। রায় ঘোষণার পর মলিন সিংহকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত