উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী ব্যাপারীপাড়া এলাকায়। গত বুধবার স্থানীয়রা এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে ২০২৪ সালে উলিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ী ব্যাপারীপাড়ায় জনৈক আব্দুর রউফ সরকারের পুকুরপাড় ঘেঁষে থাকা গ্রামীণ সড়কের পাশে প্রায় ২৫০ ফুট গাইডওয়াল নির্মাণ করা হয়। এতে ব্যাপারীপড়াসহ ভাটিয়াপাড়া ও থেতরাইগামী কয়েক শ মানুষের চলাচলের সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষা পায়।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি ওই এলাকার বাসিন্দা কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজাহারুল আনোয়ার মামুন ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদের গাইডওয়ালের প্রায় ১৫০ ফুট খুলে নেন। এরপর সেই গাইডওয়াল তাঁর নিজস্ব পুকুরে স্থাপন করেন। এ কারণে পুকুরপাড় ঘেঁষে থাকা সড়কটির মাটি ধসে পড়ে যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় জেলা পরিষদের অর্থায়নে গ্রামীণ সড়কের পাশে স্থাপিত সরকারি গাইডওয়াল খুলে অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন পুকুরে ব্যবহার করার অভিযোগ ও স্থানীয়দের দুর্ভোগ কমাতে গত বুধবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে ওই এলাকায় গেলে কথা হয় স্থানীয় আব্দুল হাকিম (৫৯), শফিকুল ইসলাম (৪২), লুৎফর হোসেনসহ (৬১) অনেকের সঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘স্থানীয় মানুষের হাঁটাচলার সুবিধার জন্য জেলা পরিষদ থেকে কাঁচা রাস্তাটি রক্ষার জন্য পুকুর ঘেঁষে গাইডওয়াল নির্মাণ করে দেওয়া হয়। অথচ মামুন সাহেব ক্ষমতার অপব্যবহার করে তা খুলে নিয়ে নিজের বাড়ির পুকুরে দিয়েছেন। এতে করে আমাদের চলাচলের রাস্তাটি ধসে পড়া শুরু হয়েছে।’ তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্ষা মৌসুমে পুরোদমে বৃষ্টি শুরু হলে রাস্তাটির সব মাটি পুকুরে চলে যাবে এবং আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে।’
স্থানীয় ওই বাসিন্দারা আরও বলেন, ‘একজন সরকারি চাকরিজীবী হয়ে এমন কাজ করা তাঁর উচিত হয়নি। এলাকার মানুষের সুবিধার্থে আমরা দ্রুত আগের জায়গায় গাইডওয়াল স্থাপনের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজাহারুল আনোয়ার গাইডওয়াল খুলে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করে বলেন, ‘আমার বাড়িসংলগ্ন পুকুরের গাইডওয়াল নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছিলাম। পরবর্তী সময়ে পাশের ওই সড়কের অবস্থা খারাপ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত সড়কের পাশে পুকুরসংলগ্ন গাইডওয়ালের কাজ হয়। কয়েকদিন আগে জানতে পারি উলিপুর পৌরসভা থেকে ওই সড়কটি মেরামত করা হবে। তাই গাইডওয়াল খুলে নিয়ে বরাদ্দ করা জায়গায় স্থাপন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী ব্যাপারীপাড়া এলাকায়। গত বুধবার স্থানীয়রা এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে ২০২৪ সালে উলিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ী ব্যাপারীপাড়ায় জনৈক আব্দুর রউফ সরকারের পুকুরপাড় ঘেঁষে থাকা গ্রামীণ সড়কের পাশে প্রায় ২৫০ ফুট গাইডওয়াল নির্মাণ করা হয়। এতে ব্যাপারীপড়াসহ ভাটিয়াপাড়া ও থেতরাইগামী কয়েক শ মানুষের চলাচলের সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষা পায়।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি ওই এলাকার বাসিন্দা কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজাহারুল আনোয়ার মামুন ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদের গাইডওয়ালের প্রায় ১৫০ ফুট খুলে নেন। এরপর সেই গাইডওয়াল তাঁর নিজস্ব পুকুরে স্থাপন করেন। এ কারণে পুকুরপাড় ঘেঁষে থাকা সড়কটির মাটি ধসে পড়ে যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় জেলা পরিষদের অর্থায়নে গ্রামীণ সড়কের পাশে স্থাপিত সরকারি গাইডওয়াল খুলে অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন পুকুরে ব্যবহার করার অভিযোগ ও স্থানীয়দের দুর্ভোগ কমাতে গত বুধবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে ওই এলাকায় গেলে কথা হয় স্থানীয় আব্দুল হাকিম (৫৯), শফিকুল ইসলাম (৪২), লুৎফর হোসেনসহ (৬১) অনেকের সঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘স্থানীয় মানুষের হাঁটাচলার সুবিধার জন্য জেলা পরিষদ থেকে কাঁচা রাস্তাটি রক্ষার জন্য পুকুর ঘেঁষে গাইডওয়াল নির্মাণ করে দেওয়া হয়। অথচ মামুন সাহেব ক্ষমতার অপব্যবহার করে তা খুলে নিয়ে নিজের বাড়ির পুকুরে দিয়েছেন। এতে করে আমাদের চলাচলের রাস্তাটি ধসে পড়া শুরু হয়েছে।’ তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্ষা মৌসুমে পুরোদমে বৃষ্টি শুরু হলে রাস্তাটির সব মাটি পুকুরে চলে যাবে এবং আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে।’
স্থানীয় ওই বাসিন্দারা আরও বলেন, ‘একজন সরকারি চাকরিজীবী হয়ে এমন কাজ করা তাঁর উচিত হয়নি। এলাকার মানুষের সুবিধার্থে আমরা দ্রুত আগের জায়গায় গাইডওয়াল স্থাপনের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজাহারুল আনোয়ার গাইডওয়াল খুলে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করে বলেন, ‘আমার বাড়িসংলগ্ন পুকুরের গাইডওয়াল নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছিলাম। পরবর্তী সময়ে পাশের ওই সড়কের অবস্থা খারাপ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত সড়কের পাশে পুকুরসংলগ্ন গাইডওয়ালের কাজ হয়। কয়েকদিন আগে জানতে পারি উলিপুর পৌরসভা থেকে ওই সড়কটি মেরামত করা হবে। তাই গাইডওয়াল খুলে নিয়ে বরাদ্দ করা জায়গায় স্থাপন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে