Ajker Patrika

জেলা পরিষদ নির্বাচন: নীলফামারীর ৬ কেন্দ্রে পৌঁছেছে ভোট গ্রহণের সরঞ্জাম

নীলফামারী প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচন: নীলফামারীর ৬ কেন্দ্রে পৌঁছেছে ভোট গ্রহণের সরঞ্জাম

আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় ছয় উপজেলার ছয়টি ভোট কেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 

আজ রোববার বিকেলে প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে ইভিএমসহ ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম নিয়ে স্ব–স্ব ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টরা। 

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জেলায় মোট ৮৫৮টি ভোট গ্রহণের ছয় উপজেলায় একটি করে মোট ছয়টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইভিএম প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। 

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে আমরা বদ্ধ পরিকর। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারেরা যাতে নির্ভয়ে এবং নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’ 

প্রসঙ্গত, নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আনারস প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও দুটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন এবং ছয়টি সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত