সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ খন্দকার সোয়ায়েব আলমগীর সীনের (১২) সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে সীন নিখোঁজ হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন জিডি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় সোয়ায়েব আলমগীর সীন। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, ওজন ৪০ কেজি।
সীনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজ হওয়ার দিন আসরের নামাজের পর। সেদিন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরে খেলার কথা বলে বেরিয়ে যায় সে। মাগরিবের নামাজের পর বাড়ি না ফিরলে তার নানা-নানিকে খোঁজ নিতে বলি। তখন তাঁরা বলেন, হয়তো আছে কোথাও। একটু পরই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না।’ এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।
নিখোঁজ সীনের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ে জামাইয়ের বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুরে। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরদিন। সেদিনই সন্ধ্যার পর থেকে নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার মেয়েটা পাগলপ্রায়। কী বলে যে ওকে সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ খন্দকার সোয়ায়েব আলমগীর সীনের (১২) সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে সীন নিখোঁজ হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন জিডি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় সোয়ায়েব আলমগীর সীন। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, ওজন ৪০ কেজি।
সীনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজ হওয়ার দিন আসরের নামাজের পর। সেদিন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরে খেলার কথা বলে বেরিয়ে যায় সে। মাগরিবের নামাজের পর বাড়ি না ফিরলে তার নানা-নানিকে খোঁজ নিতে বলি। তখন তাঁরা বলেন, হয়তো আছে কোথাও। একটু পরই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না।’ এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।
নিখোঁজ সীনের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ে জামাইয়ের বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুরে। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরদিন। সেদিনই সন্ধ্যার পর থেকে নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার মেয়েটা পাগলপ্রায়। কী বলে যে ওকে সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৫ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২৫ মিনিট আগে