ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলবাড়ীর মানুষ জানে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয়। জনগণের দাবি আদায়ে কীভাবে জীবন দিতে হয়, তা ফুলবাড়ীর মানুষ উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনে দেখিয়ে দিয়েছে। ফুলবাড়ী হলো বীরের ভূমি। এখানে বীর জন্মায়। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এনসিপি আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের সমস্যাগুলো জানতে। আমরা চাই রাজনৈতিক নেতারা এলাকার সমস্যার সমাধান করুক। তাঁরা এলাকায় ইউনিয়ন পর্যায়ে প্রতিটি রাস্তায় হাঁটুক। তাহলে তাঁদের আর বলতে হবে না কোন রাস্তা ভাঙা, কোন রাস্তার সংস্কার দরকার। আমরা নিজে থেকেই আপনাদের কাছে এসেছি। এসে জানলাম, এখানকার মানুষ উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি চায় না। এখানে খেলার জন্য কোনো স্টেডিয়াম নেই। চিকিৎসাসেবার মানোন্নয়ন করা দরকার। এর জন্য আপনাদের একজন ভালো নেতৃত্ব দরকার। সে যে দলেরই হোক, আপনারা ভালো মানুষকে ভোট দেবেন। আমরা শুধু এনসিপির কথা বলতে আসিনি। আমরা এসেছি ভালো মানুষকে বাছাই করে নেওয়ার কথা বলতে। ভালো মানুষ অবশ্যই ভালো কাজ করে।
সারজিস অরও বলেন, যে ভালো কাজ করবে, তাকেই জনগণ প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ ভালো মানুষের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের কাছে মার্কা আর দল দেখে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাদেরই শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা আপনার ওপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার করা হবে।
পথসভায় ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক নিশাদ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির।
এর আগে ঘোড়াঘাটে পথসভা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পথসভায় বক্তব্য দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলবাড়ীর মানুষ জানে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয়। জনগণের দাবি আদায়ে কীভাবে জীবন দিতে হয়, তা ফুলবাড়ীর মানুষ উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনে দেখিয়ে দিয়েছে। ফুলবাড়ী হলো বীরের ভূমি। এখানে বীর জন্মায়। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এনসিপি আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের সমস্যাগুলো জানতে। আমরা চাই রাজনৈতিক নেতারা এলাকার সমস্যার সমাধান করুক। তাঁরা এলাকায় ইউনিয়ন পর্যায়ে প্রতিটি রাস্তায় হাঁটুক। তাহলে তাঁদের আর বলতে হবে না কোন রাস্তা ভাঙা, কোন রাস্তার সংস্কার দরকার। আমরা নিজে থেকেই আপনাদের কাছে এসেছি। এসে জানলাম, এখানকার মানুষ উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি চায় না। এখানে খেলার জন্য কোনো স্টেডিয়াম নেই। চিকিৎসাসেবার মানোন্নয়ন করা দরকার। এর জন্য আপনাদের একজন ভালো নেতৃত্ব দরকার। সে যে দলেরই হোক, আপনারা ভালো মানুষকে ভোট দেবেন। আমরা শুধু এনসিপির কথা বলতে আসিনি। আমরা এসেছি ভালো মানুষকে বাছাই করে নেওয়ার কথা বলতে। ভালো মানুষ অবশ্যই ভালো কাজ করে।
সারজিস অরও বলেন, যে ভালো কাজ করবে, তাকেই জনগণ প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ ভালো মানুষের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের কাছে মার্কা আর দল দেখে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাদেরই শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা আপনার ওপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার করা হবে।
পথসভায় ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক নিশাদ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির।
এর আগে ঘোড়াঘাটে পথসভা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পথসভায় বক্তব্য দেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে