গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বস্তাভর্তি মাধ্যমিক পর্বের সরকারি বই ভাঙারির দোকানে বিক্রি করতে এসে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন বিদ্যালয়ের এক নৈশ প্রহরী ও এক জুনিয়র শিক্ষিকা। গতকাল রোববার রাত ৯টার দিকে হরিরামপুরের শিপের বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে উপজেলার হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা চামেলি বেগম শিপের বাজারের একটি ভাঙারির দোকানে বইগুলো নিয়ে আসেন। বিক্রি করার সময় ওজন করতে গেলে স্থানীয়দের কাছে সরকারি বইয়ের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান তাঁরা। ইউপি সদস্য ফিরোজ কবির উপস্থিত হয়ে তাঁদের দুজনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজকে বিষয়টি জানান। কোনো ব্যবস্থা না নিয়ে শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন।
বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষিকা চামেলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দিতে এবং সাউন্ড বক্স ঠিক করতে গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি।’
এ নিয়ে জানাতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘আমি চামেলি বেগমের স্বামীর করা মামলাজনিত কারণে ঢাকায় আছি। গতকাল রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি জেনেছি। এটি কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহআলম পারভেজ বলেন, ‘অনেক রাত হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থার নেওয়ার সুযোগ হয়নি। আমি এখন বিদ্যালয়ে সরেজমিনে তদন্তের জন্য অবস্থান করছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, জেলায় বিভিন্ন স্থানে বই বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বস্তাভর্তি মাধ্যমিক পর্বের সরকারি বই ভাঙারির দোকানে বিক্রি করতে এসে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন বিদ্যালয়ের এক নৈশ প্রহরী ও এক জুনিয়র শিক্ষিকা। গতকাল রোববার রাত ৯টার দিকে হরিরামপুরের শিপের বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে উপজেলার হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা চামেলি বেগম শিপের বাজারের একটি ভাঙারির দোকানে বইগুলো নিয়ে আসেন। বিক্রি করার সময় ওজন করতে গেলে স্থানীয়দের কাছে সরকারি বইয়ের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান তাঁরা। ইউপি সদস্য ফিরোজ কবির উপস্থিত হয়ে তাঁদের দুজনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজকে বিষয়টি জানান। কোনো ব্যবস্থা না নিয়ে শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন।
বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষিকা চামেলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দিতে এবং সাউন্ড বক্স ঠিক করতে গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি।’
এ নিয়ে জানাতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘আমি চামেলি বেগমের স্বামীর করা মামলাজনিত কারণে ঢাকায় আছি। গতকাল রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি জেনেছি। এটি কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহআলম পারভেজ বলেন, ‘অনেক রাত হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থার নেওয়ার সুযোগ হয়নি। আমি এখন বিদ্যালয়ে সরেজমিনে তদন্তের জন্য অবস্থান করছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, জেলায় বিভিন্ন স্থানে বই বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে