গাইবান্ধা প্রতিনিধি
নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হজরত আলী। রাজধানীর একটি পোশাক কারখানার শ্রমিক তিনি। মা-বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে বিয়ে করবে, তা-ও আবার হেলিকপ্টারে চড়ে। সেই স্বপ্নপূরণ করলেন ২২ বছর বয়সী এই তরুণ। হেলিকপ্টারে চড়ে বিয়ে করে তাক লাগিয়ে দেন এলাকাবাসীকে। পূরণ করলেন মা-বাবার স্বপ্ন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী। রফিকুল আকন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। গতকাল শুক্রবার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পুর্বপাড়া) গ্রামে বিয়ে করেন তিনি। এনামুল হক ও শেফালি বেগম দম্পতির মেয়ে রেফা মনির (১৮) সঙ্গে তাঁর বিয়ে হয়।
হজরত আলী নিকট আত্মীয় ও স্থানীয়রা জানান, হজরত আলী মা-বাবার একমাত্র ছেলে। হজরতের জন্মের পর থেকে তাঁরা স্বপ্ন বোনেন ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। মা-বাবার স্বপ্নপূরণে গতকাল বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। এ সময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে হেলিকপ্টারে চড়ে বর আসায় খুশি মেয়ের মা ও বাবা। তাঁরা জানান, জামাই হেলিকপ্টার চড়ে মেয়েকে বিয়ে করায় তাঁরা গর্বিত। যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে।
বর হজরত আলী বলেন, ‘আমার মা-বাবার স্বপ্নপূরণ করলাম। হেলিকপ্টার চড়ে বিয়ে যেন আমি করি—এটাই তাদের লালিত স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ করতে পেয়ে অনেকটা খুশি লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উপজেলার স্থানীয় প্রবীণ সাংবাদিক তোফায়েল জাকির বলেন, ‘মানুষের স্বপ্ন বাস্তবে পূরণ করাটা সবার ভাগ্যে হয় না। তবে পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। জীবনে লালিত করা স্বপ্ন পূরণ হবে। এর বাস্তব উদাহরণ পোশাকশ্রমিক হজরত আলী তাঁর মা-বাবার স্বপ্নপূরণ করলেন।’
এদিকে বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম বলেন, ‘হজরত আলী ছাড়া আমাদের আর কোনো ছেলেসন্তান নেই। ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করানোটাই ছিল স্বপ্ন। সেই ইচ্ছে পূরণে ধন্য মনে হচ্ছে।’
নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হজরত আলী। রাজধানীর একটি পোশাক কারখানার শ্রমিক তিনি। মা-বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে বিয়ে করবে, তা-ও আবার হেলিকপ্টারে চড়ে। সেই স্বপ্নপূরণ করলেন ২২ বছর বয়সী এই তরুণ। হেলিকপ্টারে চড়ে বিয়ে করে তাক লাগিয়ে দেন এলাকাবাসীকে। পূরণ করলেন মা-বাবার স্বপ্ন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী। রফিকুল আকন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। গতকাল শুক্রবার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পুর্বপাড়া) গ্রামে বিয়ে করেন তিনি। এনামুল হক ও শেফালি বেগম দম্পতির মেয়ে রেফা মনির (১৮) সঙ্গে তাঁর বিয়ে হয়।
হজরত আলী নিকট আত্মীয় ও স্থানীয়রা জানান, হজরত আলী মা-বাবার একমাত্র ছেলে। হজরতের জন্মের পর থেকে তাঁরা স্বপ্ন বোনেন ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। মা-বাবার স্বপ্নপূরণে গতকাল বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। এ সময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে হেলিকপ্টারে চড়ে বর আসায় খুশি মেয়ের মা ও বাবা। তাঁরা জানান, জামাই হেলিকপ্টার চড়ে মেয়েকে বিয়ে করায় তাঁরা গর্বিত। যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে।
বর হজরত আলী বলেন, ‘আমার মা-বাবার স্বপ্নপূরণ করলাম। হেলিকপ্টার চড়ে বিয়ে যেন আমি করি—এটাই তাদের লালিত স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ করতে পেয়ে অনেকটা খুশি লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উপজেলার স্থানীয় প্রবীণ সাংবাদিক তোফায়েল জাকির বলেন, ‘মানুষের স্বপ্ন বাস্তবে পূরণ করাটা সবার ভাগ্যে হয় না। তবে পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। জীবনে লালিত করা স্বপ্ন পূরণ হবে। এর বাস্তব উদাহরণ পোশাকশ্রমিক হজরত আলী তাঁর মা-বাবার স্বপ্নপূরণ করলেন।’
এদিকে বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম বলেন, ‘হজরত আলী ছাড়া আমাদের আর কোনো ছেলেসন্তান নেই। ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করানোটাই ছিল স্বপ্ন। সেই ইচ্ছে পূরণে ধন্য মনে হচ্ছে।’
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
৩ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
৪ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১১ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১২ মিনিট আগে