ঠাকুরগাঁও প্রতিনিধি
একই নাম ও কোড ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে বহুল আলোচিত সেই গায়েবি মাদ্রাসার বিরুদ্ধে এবার সরব হলেন প্রকৃত ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক।
আজ রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দেন সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
অভিযোগপত্রে মো. রেজাউল করিম উল্লেখ করেন, ১৯৮১ সালে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ নামে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। ১৯৯৯ সালে দাখিল শাখার স্বীকৃতি এবং ২০০২ সালে উভয় শাখা এমপিওভুক্ত হয়। পরবর্তী সময়ে পুরোনো ইবতেদায়ি শিক্ষকদের দাখিল শাখায় স্থানান্তর ও নতুন নিয়োগের পরও পুরোনো ইবতেদায়ি কোড (৮০০৫০১২৯০৪) বাতিল হয়নি। এই সুযোগে একটি মহল মাত্র ৫০০ মিটার দূরে একই নাম ও কোড ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
রেজাউল করিমের অভিযোগ, শিক্ষানীতির বিধান অনুযায়ী নতুন ইবতেদায়ি প্রতিষ্ঠান ন্যূনতম দুই কিলোমিটার দূরত্বে স্থাপন করার নিয়ম থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। এতে মূল মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভবিষ্যতে আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।
‘ভুঁইফোড় প্রতিষ্ঠানটি’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন রেজাউল করিম।
ডিসি ইশরাত ফারজানা বলেন, নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নতুন অভিযোগটিও (রেজাউল করিমের দেওয়া) যথাযথভাবে তদন্ত করা হবে।
এর আগে, ২০ এপ্রিল বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় সেই গায়েবি মাদ্রাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পর দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো অবকাঠামো নেই। ইবতেদায়ি মাদ্রাসা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া চললেও, এমপিওভুক্তির জন্যও তদবির হচ্ছিল। তিনি আরও বলেন, ‘আমাদের উপস্থিতির খবর পেয়েই প্রায় আড়াই কিলোমিটার দূরের একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের এনে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়। চকলেটের লোভ দেখিয়ে শিশুদের হাজির করা হয়েছিল বলেও প্রমাণ মিলেছে।’
একই নাম ও কোড ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে বহুল আলোচিত সেই গায়েবি মাদ্রাসার বিরুদ্ধে এবার সরব হলেন প্রকৃত ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক।
আজ রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দেন সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
অভিযোগপত্রে মো. রেজাউল করিম উল্লেখ করেন, ১৯৮১ সালে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ নামে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। ১৯৯৯ সালে দাখিল শাখার স্বীকৃতি এবং ২০০২ সালে উভয় শাখা এমপিওভুক্ত হয়। পরবর্তী সময়ে পুরোনো ইবতেদায়ি শিক্ষকদের দাখিল শাখায় স্থানান্তর ও নতুন নিয়োগের পরও পুরোনো ইবতেদায়ি কোড (৮০০৫০১২৯০৪) বাতিল হয়নি। এই সুযোগে একটি মহল মাত্র ৫০০ মিটার দূরে একই নাম ও কোড ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
রেজাউল করিমের অভিযোগ, শিক্ষানীতির বিধান অনুযায়ী নতুন ইবতেদায়ি প্রতিষ্ঠান ন্যূনতম দুই কিলোমিটার দূরত্বে স্থাপন করার নিয়ম থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। এতে মূল মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভবিষ্যতে আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।
‘ভুঁইফোড় প্রতিষ্ঠানটি’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন রেজাউল করিম।
ডিসি ইশরাত ফারজানা বলেন, নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নতুন অভিযোগটিও (রেজাউল করিমের দেওয়া) যথাযথভাবে তদন্ত করা হবে।
এর আগে, ২০ এপ্রিল বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় সেই গায়েবি মাদ্রাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পর দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো অবকাঠামো নেই। ইবতেদায়ি মাদ্রাসা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া চললেও, এমপিওভুক্তির জন্যও তদবির হচ্ছিল। তিনি আরও বলেন, ‘আমাদের উপস্থিতির খবর পেয়েই প্রায় আড়াই কিলোমিটার দূরের একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের এনে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়। চকলেটের লোভ দেখিয়ে শিশুদের হাজির করা হয়েছিল বলেও প্রমাণ মিলেছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে