Ajker Patrika

গোবিন্দগঞ্জে চৌবাচ্চার পানিতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২৫
গোবিন্দগঞ্জে চৌবাচ্চার পানিতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের পূর্ব পাশে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। বেশ কয়েক দিন ধরে গোবিন্দগঞ্জ শহরে তাঁকে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তাঁর পরিচয় জানে না কেউ। সোমবার সকালের দিকে সোহেল ড্রাইভিংয়ে চৌবাচ্চার পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত ব্যক্তিটির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত