Ajker Patrika

ডিমলায় আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দর খাতা গ্রাম। এই গ্রামটি চলতি বছর আমন ধানের চারা রোপণের শুরুতেই বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ায়, ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন কৃষকেরা। 

এলাকা সূত্রে জানা যায়, বন্যার ধকল কাটলেও এখন দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। জমিতে ধানগাছ গুলো কিছুদিন আগেও ছিল সবুজ পাতায় ভরপুর। কিন্তু এখন ধানের সবুজ গাছের ডগাগুলো পরিণত হয়েছে খড়ে। এতে কৃষকেরা হতাশ ও দিশেহারা। 

এ বিষয়ে ২ নম্বর বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, নিজ সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বলেন, 'পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। সবুজ ধানগাছগুলো আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। চারা রোপণের পর এখন পর্যন্ত তিন থেকে চারবার কীটনাশক ওষুধ স্প্রে করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালি। এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না। ফলে আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে গতকাল রোববার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিতে মাঠের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা এই আমন মৌসুমে আর লাভবান হতে পারবেন না। দুঃখের বিষয় হলো, সোনালি ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল।' 

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, 'ফসল একটা জীবন তার কিছু রোগ বালাই থাকবে, এর জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছি, তবে সময় লাগবে।'   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত