ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লুৎফর রহমান (২২) নামে এক যুবক নিখোঁজ ছিলেন। আট দিন পর জানা গেল তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন উপজেলার বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তিনি উপজেলার নাওডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। রাতে বাড়ি যাওয়ার জন্য কাজের স্থান থেকে বেরিয়ে পথ ভুলে সীমান্তে চলে যায়।
স্বজনেরা জানান, সেলিম মিয়া পেশায় রাজমিস্ত্রি। ছেলে লুৎফর রহমান তাঁর সঙ্গে জোগালির কাজ করেন। উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকার জনৈক মোশারফ হোসেনের বাড়িতে তাঁরা দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের কাজ করছেন। গত ১২ ফেব্রুয়ারি কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার দিকে ছেলে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যায়।
সেলিম মিয়া বলেন, কাজ শেষ করতে দেরি হওয়ায় ছেলে কিছুটা অভিমান করে। রাতে সীমান্তে ভারতের ফ্ল্যাশ লাইট দেখে বিভ্রান্ত হয়ে পথ ভুলে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক ৯৩১-এর সাব পিলার-২ এসের পাশে চলে যায়। এ সময় ওই স্থানে টহলরত ভারতের কোচবিহার জেলার অধীন নারায়ণগঞ্জ বিএসএফের টহলদল তাঁকে চোরাকারবারি ভেবে আটক করে। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করে।
অনেক রাতে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন সেলিম মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও হদিস না পাননি। ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল শনিবার রাতে হঠাৎ ছেলের নম্বর থেকে কল আসে। হিন্দি ভাষায় কথা বলে পরিচয় দেয় ভারতীয় বিএসএফ। এরপর সেলিম ছেলেকে ফেরত পেতে বালারহাট বিজিবি ক্যাম্পে বিষয়টি জানান। বিজিবি মৌখিকভাবে ভারতের কোচবিহার জেলার নারায়ণগঞ্জ ও করলা বিএসএফ ক্যাম্পে জানালে আজ সকাল ১০টায় উপজেলার বালাতাড়ি সীমান্তে সংক্ষিপ্ত পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কোচবিহার ৯০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পের এসআই বিশ্বনাথ।
বিজিবি আটক বাংলাদেশি যুবককে ফেরত চাইলে বিএসএফ জানায়, তাঁকে কোচবিহার জেলার দিনহাটা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনহাটা থানা পুলিশের হেফাজতে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন প্রমাণিত হন তবে তাঁকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন তাঁরা।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাছেন আলী জানান, লুৎফর রহমান একজন মানসিক রোগী। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রি কাজ করেন। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত নন।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ জানান, বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে। আট ওই যুবক চিকিৎসাধীন। তাঁর মানসিক ভারসাম্যহীনতার সত্যতা পাওয়া গেলে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লুৎফর রহমান (২২) নামে এক যুবক নিখোঁজ ছিলেন। আট দিন পর জানা গেল তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন উপজেলার বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তিনি উপজেলার নাওডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। রাতে বাড়ি যাওয়ার জন্য কাজের স্থান থেকে বেরিয়ে পথ ভুলে সীমান্তে চলে যায়।
স্বজনেরা জানান, সেলিম মিয়া পেশায় রাজমিস্ত্রি। ছেলে লুৎফর রহমান তাঁর সঙ্গে জোগালির কাজ করেন। উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকার জনৈক মোশারফ হোসেনের বাড়িতে তাঁরা দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের কাজ করছেন। গত ১২ ফেব্রুয়ারি কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার দিকে ছেলে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যায়।
সেলিম মিয়া বলেন, কাজ শেষ করতে দেরি হওয়ায় ছেলে কিছুটা অভিমান করে। রাতে সীমান্তে ভারতের ফ্ল্যাশ লাইট দেখে বিভ্রান্ত হয়ে পথ ভুলে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক ৯৩১-এর সাব পিলার-২ এসের পাশে চলে যায়। এ সময় ওই স্থানে টহলরত ভারতের কোচবিহার জেলার অধীন নারায়ণগঞ্জ বিএসএফের টহলদল তাঁকে চোরাকারবারি ভেবে আটক করে। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করে।
অনেক রাতে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন সেলিম মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও হদিস না পাননি। ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল শনিবার রাতে হঠাৎ ছেলের নম্বর থেকে কল আসে। হিন্দি ভাষায় কথা বলে পরিচয় দেয় ভারতীয় বিএসএফ। এরপর সেলিম ছেলেকে ফেরত পেতে বালারহাট বিজিবি ক্যাম্পে বিষয়টি জানান। বিজিবি মৌখিকভাবে ভারতের কোচবিহার জেলার নারায়ণগঞ্জ ও করলা বিএসএফ ক্যাম্পে জানালে আজ সকাল ১০টায় উপজেলার বালাতাড়ি সীমান্তে সংক্ষিপ্ত পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কোচবিহার ৯০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পের এসআই বিশ্বনাথ।
বিজিবি আটক বাংলাদেশি যুবককে ফেরত চাইলে বিএসএফ জানায়, তাঁকে কোচবিহার জেলার দিনহাটা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনহাটা থানা পুলিশের হেফাজতে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন প্রমাণিত হন তবে তাঁকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন তাঁরা।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাছেন আলী জানান, লুৎফর রহমান একজন মানসিক রোগী। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রি কাজ করেন। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত নন।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ জানান, বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে। আট ওই যুবক চিকিৎসাধীন। তাঁর মানসিক ভারসাম্যহীনতার সত্যতা পাওয়া গেলে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৩ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৩ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে