Ajker Patrika

নিখোঁজের ৮ দিন পর জানা গেল তাঁকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ৮ দিন পর জানা গেল তাঁকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লুৎফর রহমান (২২) নামে এক যুবক নিখোঁজ ছিলেন। আট দিন পর জানা গেল তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন উপজেলার বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তিনি উপজেলার নাওডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। রাতে বাড়ি যাওয়ার জন্য কাজের স্থান থেকে বেরিয়ে পথ ভুলে সীমান্তে চলে যায়। 

স্বজনেরা জানান, সেলিম মিয়া পেশায় রাজমিস্ত্রি। ছেলে লুৎফর রহমান তাঁর সঙ্গে জোগালির কাজ করেন। উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকার জনৈক মোশারফ হোসেনের বাড়িতে তাঁরা দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের কাজ করছেন। গত ১২ ফেব্রুয়ারি কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার দিকে ছেলে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। 

সেলিম মিয়া বলেন, কাজ শেষ করতে দেরি হওয়ায় ছেলে কিছুটা অভিমান করে। রাতে সীমান্তে ভারতের ফ্ল্যাশ লাইট দেখে বিভ্রান্ত হয়ে পথ ভুলে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক ৯৩১-এর সাব  পিলার-২ এসের পাশে চলে যায়। এ সময় ওই স্থানে টহলরত ভারতের কোচবিহার জেলার অধীন নারায়ণগঞ্জ বিএসএফের টহলদল তাঁকে চোরাকারবারি ভেবে আটক করে। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করে। 

অনেক রাতে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন সেলিম মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও হদিস না পাননি। ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল শনিবার রাতে হঠাৎ ছেলের নম্বর থেকে কল আসে। হিন্দি ভাষায় কথা বলে পরিচয় দেয় ভারতীয় বিএসএফ। এরপর সেলিম ছেলেকে ফেরত পেতে বালারহাট বিজিবি ক্যাম্পে বিষয়টি জানান। বিজিবি  মৌখিকভাবে ভারতের কোচবিহার জেলার নারায়ণগঞ্জ ও করলা বিএসএফ ক্যাম্পে জানালে আজ সকাল ১০টায় উপজেলার বালাতাড়ি সীমান্তে সংক্ষিপ্ত পতাকা বৈঠক হয়। 

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কোচবিহার ৯০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পের এসআই বিশ্বনাথ। 

বিজিবি আটক বাংলাদেশি যুবককে ফেরত চাইলে বিএসএফ জানায়, তাঁকে কোচবিহার জেলার দিনহাটা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনহাটা থানা পুলিশের হেফাজতে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন প্রমাণিত হন তবে তাঁকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। 

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাছেন আলী জানান, লুৎফর রহমান একজন মানসিক রোগী। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রি কাজ করেন। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত নন। 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ জানান, বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে। আট ওই যুবক  চিকিৎসাধীন। তাঁর মানসিক ভারসাম্যহীনতার সত্যতা পাওয়া গেলে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত