Ajker Patrika

গাছ ও ফুল দিয়ে শহীদ মিনার তৈরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
গাছ ও ফুল দিয়ে শহীদ মিনার তৈরি

অনেকে যখন ইট-পাথর দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তখন দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এভাবে শ্রদ্ধা নিবেদন করে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশংসিত হচ্ছেন। 

গাছ ও ফুল দিয়ে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, গ্রিল দিয়ে ঘেরা ফুল বাগানের এক কোণে কাঁটামেহেদি ও গাঁদা ফুল দিয়ে তৈরি করা হয়েছে শহীদ মিনার। এ ছাড়া এর পাদদেশে গাঁদাফুল দিয়ে ‘২১’ লেখা হয়েছে। এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন শিক্ষক-শিক্ষার্থীরা। গাছ ও ফুলের তৈরি এই শহীদ মিনারের ছবি ফেসবুকে প্রকাশ হলে অনেকে এই ব্যতিক্রম উদ্যোগকে প্রশংসা করছেন।

শহীদ মিনারের মূল কারিগর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ‘গত বছরের মতো এবারও এই শহীদ মিনারটি সাজানো হয়েছে। এটি দেখতে শিক্ষার্থীদের সঙ্গে অনেক দর্শনার্থীও আসছেন। সহায়তা পেলে এই বাগানের কাজ প্রসারিত করা হবে।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নান বলেন, ‘সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও বাগান অন্য বিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত