Ajker Patrika

পুলিশে চাকরির কথা বলে আট লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০: ৪২
পুলিশে চাকরির কথা বলে আট লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ 

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

তাঁরা হলেন শাহ আলম মণ্ডল, গোলাম রব্বানী, সাজেদুল ইসলাম ও শফিকুল ইসলাম। তাঁদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। 

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।

ওসি বলেন, জাকারিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তাঁর ছেলের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা এবং আরেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। তিনি প্রতারণা বুঝতে পেরে থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে গাইবান্ধা সদর এলাকা থেকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করে পুলিশ। তবে প্রতারক দলের মূল হোতা আব্দুল্লাহেল মেহেদী রাসেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় প্রতারণার মামলা হয়েছে। বিকেলে প্রতারক চক্রের চার সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত