লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে