Ajker Patrika

প্রতিশ্রুতি দিয়েও ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেল ও সড়কপথ অবরোধ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের পাটগ্রামে রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে।

পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। এ ছাড়া পার্বতীপুর থেকে ছাড়া বুড়িমারী কমিউটার ট্রেন বেলা পৌনে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা বাউরা রেলস্টেশনে আটকে ছিল। পাশাপাশি বগুড়ার সান্তাহার থেকে ছাড়া আন্তনগর করতোয়া এক্সপ্রেস এবং দিনাজপুরের বিরল থেকে ছাড়া একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।

বেলা ২টা থেকে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের কয়েকটি জায়গায় শত শত লোক অবস্থান নেন। এতে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া ট্রাক, বাসসহ অনেক গাড়ি আটকা পড়ে।

সড়কপথ অবরোধের কারণে রাস্তায় থেমে থাকা গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা
সড়কপথ অবরোধের কারণে রাস্তায় থেমে থাকা গাড়ির সারি। ছবি: আজকের পত্রিকা

অনেক অপেক্ষার পর ২০২৪ সালে বুড়িমারী এক্সপ্রেস চালু হয়। এটি লালমনিরহাট থেকে ঢাকার পথে চলছে। কিন্তু জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের বুড়িমারী থেকে একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে আন্তনগর ট্রেনটিতে উঠতে হচ্ছে। ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে না চলায় পাঁচ উপজেলার জনসাধারণ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী স্টেশন থেকে সরাসরি চালুর দাবিতে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আন্দোলনের কারণে রেল কর্তৃপক্ষ অন্তত পাঁচবার তারিখ উল্লেখ করে ট্রেনটি বুড়িমারী থেকে চালু করার প্রতিশ্রুতি দেয়। পরে তা আর না রাখায় আজ অবরোধে নামেন স্থানীয় লোকজন।

অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এ টি জে সিদ্দিকী কাকন। উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন প্রমুখ।

যোগাযোগ করা হলে পাটগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে সরাসরি চালু করার দাবিতে পাটগ্রামে সারা দিন রেল ও সড়কপথ অবরোধ করে রাখা হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়। এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত