Ajker Patrika

সাত দফা দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
সাত দফা দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

সাত দফা দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন করেছে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ২০১৬ সালের ৬ নভেম্বর সংঘটিত সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে হত্যা, হামলা ও ভাঙচুরের ঘটনার দ্রুত বিচারের দাবি করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, রাফায়েল হাসদা, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, রুমিলা কিসকু ও সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ।

অপরদিকে, একই সময় গোবিন্দগঞ্জ চৌকি আদালতে তিন সাঁওতাল হত্যা মামলার নারাজির ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে এ নারাজি শুনানি অনুষ্ঠিত হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে আদেশের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। নারাজি শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহম্মেদ সিরাজী, গাইবান্ধা জেলা জজ কোর্টের আইনজীবী মুরাদ জামান রব্বানী ও স্থানীয় আদালতের আইনজীবী ফয়জুল আলম রণন। 

প্রসঙ্গত, গত ২০১৬ সালের ১৭ নভেম্বর এক রিটের প্রেক্ষিতে সাঁওতাল হত্যা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। গত ২০১৯ সালের ২৩ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই। পিবিআইয়ের চার্জশিট প্রত্যাখ্যান করে ওই বছরের ৪ সেপ্টেম্বর সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির পক্ষে থমাস হেমব্রন নারাজির আবেদন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত